২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাধকের গান গাইলেন কণা

সাধকের গান গাইলেন কণা -

দিলশাদ নাহার কণা, বাংলাদেশের এমনই একজন সঙ্গীতশিল্পী যিনি পুরোটা বছরজুড়েই ব্যস্ততায় থাকেন। সিনেমার গান, আধুনিক গান, ভয়েজ ওভার- এসব নিয়ে কণার মতো ব্যস্ত সময় আর কারো কাটে না। এমনও দেখা গেছে দিনে তিনি কয়েকটি গানের ভয়েজ দেন আবার কয়েকটি ভয়েজ ওভারেরও কাজ করেন। যে কারণ সবমিলিয়ে প্রতি বছরের প্রতি মাসে তার বেশ ব্যস্ত সময় কাটে। আবার বছরজুড়ে টুকটাক স্টেজ শোতেও তার ব্যস্ততা থাকে। হোক তা ঢাকায় কিংবা ঢাকার বাইরে। এরই মধ্যে তিনি গেলো শুক্রবার কুমিল্লা ক্লাবে একটি শোতে সঙ্গীত পরিবেশন করেছেন। আবার চলতি মাসেই আরো স্টেজ শো থাকার কথাও রয়েছে বলে জানালেন কণা। কণা এ নিয়ে তৃতীয়বারের মতো সাধক হালিম বয়াতির লেখা গান গেয়েছেন। এর আগে তিনি তারই লেখা ‘প্রাণের কোকিলারে’, ‘এই দেখিলাম সোনার তরী’ গান দু’টি গেয়েছিলেন। আর এবার কণা সাধক হালিম বয়াতির লেখা ‘তুমি মুচকি মুচকি হাসো, কাছে এসে বসো’ গানটি গেয়েছেন। গানটির সুর সঙ্গীত করেছেন নাজির মাহমুদ। নিজের ব্যস্ততা ও সাধক হালিম বয়াতির গান প্রসঙ্গে কণা বলেন, ‘আলহামদুলিল্লাহ আমি সবসময়ই শুকরিয়া আদায় করতে ভালোবাসি এ কারণেই যে বলা যায় পুরো বছরজুড়েই আমি বেশ ভালো ব্যস্ত থাকি। সবকিছু মিলিয়ে আমি কাজ নিয়ে যতটা ব্যস্ত থাকি, এটাই আসলে আমার অনেক ভালোলাগা। যেটুকু সময় অবসর মিলে আমি পরিবারকে দেয়ার চেষ্টা করি। আমার কাছে সবসময়ই পরিবার খুব গুরুত্বপূর্ণ। পরিবারের আনন্দের মাঝেই আমি আমার নিজের সুখ খুঁজে পাই। আল্লাহর অশেষ রহমতে আমার বাবা-মা বেঁচে আছেন এবং আমার কর্মের কারণে দু’জনেই শ্রেষ্ঠ বাবা-মা হিসেবে স্বীকৃতি পেয়েছেন, এটাই আসলে আমার জীবনের অনেক বড় প্রাপ্তি।


আরো সংবাদ



premium cement
কুড়িগ্রামে পিলখানা হত্যার তদন্ত ও চাকরিতে পূর্ণবহালের দাবি গাজা যুদ্ধবিরতির জন্য প্রস্তুত : হামাস অ্যাডভোকেট সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ নৌ-পরিবহন উপদেষ্টার সাথে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্রবিরতি চুক্তিকে স্বাগত বিশ্ব নেতাদের আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে রেকর্ড গড়ল টাইগ্রেসরা ববিতে চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ইসকন নিষিদ্ধের দাবি মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির বিষয়ে সব পক্ষের মতামত গ্রহণের সিদ্ধান্ত অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের হাসিনার পালানোর দৃশ্য মনে করতে বললেন ফারুকী ঢাকা ইপিজেড ও সংলগ্ন এলাকায় ১২ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস

সকল