০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

বিরতির পর টানা ব্যস্ত অহনা, কারণ...

বিরতির পর টানা ব্যস্ত অহনা, কারণ... -

মাঝে বেশ কিছু দিন অভিনয়ে বিরতিতে ছিলেন এই সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। কিন্তু বিরতির পর নিজেকে যথাযথভাবে প্রস্তুত করেই আবারো অভিনয়ে নিয়মিত হয়ে উঠেছেন। কিছু দিন আগে নিজেকে মানসিকভাবে রিল্যাক্স করতে গিয়েছিলেন অস্ট্রেলিয়া। সেখান থেকে ফিরে এসে এরই মধ্যে একের পর এক নাটকের কাজ করছেন। অক্টোবর মাসজুড়েও রয়েছে তার প্রবল ব্যস্ততা। অহনা রহমান জানান, অক্টোবর মাসজুড়ে তিনি আল হাজেনের সাত পর্বের একটি ধারাবাহিক নাট, অলোক হাসান, মোহিন খান, জুলফিকার আলী শিশির, সজীব খান, এম এইচ রাসেলসহ আরো বেশ ক’জন নির্মাতার নির্দেশনায় অভিনয় করবেন। এসব নাটকে অহনার সহশিল্পী হিসেবে থাকবেন জাহের আলভী, শামীম হাসান সরকার, রাশেদ। টানা নাটকের কাজ করা প্রসঙ্গে অহনা বলেন, ‘আমার জন্ম মিরপুরে। আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল মিরপুরেরর কোথাও একটি ফ্ল্যাট কিনি। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। ফ্ল্যাটের টাকা পরিশোধ করার জন্য হলেও আমাকে এখন নিয়মিত টানা কাজ করতে হচ্ছে। চেষ্টা করছি ভালো গল্পগুলোকেই প্রাধান্য দিয়ে কাজ করতে। এরই মধ্যে বেশ কিছু কাজের জন্য সাড়া পেয়েছি আমি। টানা কাজ করার আগে আমি অস্ট্র্রেলিয়া গিয়েছিলাম। সেখান থেকে মেন্টালি রিল্যাক্স হয়ে কাজে ফিরেছি। আশা করছি নতুন কাজগুলো ভালো হবে এবং দর্শকেরও ভালো লাগবে।’ অহনা জানান, আগামী ডিসেম্বর অথবা নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে তিনি তার বাসায় উঠবেন। এরই মধ্যে অহনা শেষ করেছেন মোহিন খানের নির্দেশনায় শামীম হাসানের বিপরীতে ‘ভালোবাসিয়া গেলাম ফাসিয়া’ নাটকের কাজ। এ ছাড়া দর্শকপ্রিয়তায় রয়েছে অহনা অভিনীত মোহিন খান পরিচালিত ‘এক্স যখন ভাবী’ নাটকটি।


আরো সংবাদ



premium cement