২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শবনমের স্মৃতিতে এহতেশাম

শবনমের স্মৃতিতে এহতেশাম -

বাংলাদেশের সিনেমার জীবন্ত কিংবদন্তি নায়িকা শবনম। বাংলাদেশের সিনেমার দিকপাল চলচ্চিত্র পরিচালক এহতেশাম পরিচালিত ‘এদেশ তোমার আমার’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় শবনমের অভিষেক হয়েছিল। অনুরূপভাবে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমা’র মধ্য দিয়েই রুপালি পর্দায় চিত্রনায়িকা শাবনাজের অভিষেক হয়েছিল। পরে শবনম ও শাবনাজ দু’জনই আরো বহু সিনেমাতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। শবনম সর্বশেষ কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমাতে অভিনয় করেছিলেন। বিগত ২৩ বছরে তাকে আর নতুন কোনো সিনেমাতে অভিনেয় দেখা যায়নি। তবে তার কাছে অনেক পরিচালকই প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। কিন্তু তার গল্প পছন্দ হয়নি বিধায় আজ পর্যন্ত আর কোনো বাংলা সিনেমায় তাকে দেখা যায়নি। তবে বাংলাদেশে ‘আম্মাজান’ করার আগে পাকিস্তানে অসংখ্য সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। সর্বোচ্চ ১১ বার তিনি নিগার অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছিলেন। বাংলাদেশে ১৯৯৮ সালে চলে আসার পর আর পাকিস্তানের সিনেমাতে তার অভিনয় করা হয়ে ওঠেনি। ৯৯ সালে মুক্তিপ্রাপ্ত আম্মাজান-এর পর আর নতুন কোনো সিনেমাতে তার ভক্ত-দর্শকরা তাকে দেখতে পায়নি। এ দিকে শাবনাজ সর্বশেষ অভিনয় করেছিলেন সদ্য মৃত চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান পরিচালিত ‘ডাক্তার বাড়ি’ সিনেমায়। এরপর তাকে আর নতুন কোনো সিনেমাতে দেখা যায়নি। তবে শাবনাজও সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু শাবনাজের আর সিনেমাতে অভিনয়ের আগ্রহ নেই বলে জানান তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা শাবনাজ তার স্বামী নাঈম ও দুই সন্তান নামিরা, মাহাদিয়াকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন রাজধানীর উত্তরাতেই বহু বছর ধরে। এ দিকে শবনমের স্বামী প্রখ্যাত সঙ্গীত পরিচালক রবিন ঘোষ বেশ কয়েক বছর আগে মারা যান। এরপর থেকেই শবনম তার একমাত্র ছেলে রনি ঘোষকে নিয়ে যথারীতি রাজধানীর বারিধারার ডিপ্লোমেটিক জোনে বাস করছেন। শবনম বলেন, ‘সত্যি বলতে কী এখন তো বয়স হয়েছে। বাসাতেই সময় কাটে। খুউব তাড়াতাড়ি ঘুমাই আমি। খুউব সকালে উঠে নিজেই গাড়ি ড্রাইভ করে পার্কে যাই। সেখানে কিছুক্ষণ হেঁটে আবার বাসায় চলে আসি। এরপর থেকে সারাক্ষণ নিজের মতো করেই সময় কাটাই। টিভি দেখি, মন চাইলে কারো সাথে কথা বলি, সময়মতো খাওয়া দাওয়া করি। কিছু নিয়ম মেনে ওষুধ খাই, সামাজিক কর্মকাণ্ডের সাথেও সম্পৃক্ত থাকি। আত্মীয়স্বজনের বাসাতেও যাওয়া হয়ে থাকে। এভাবেই কেটে যায় সময়। আর চলচ্চিত্রের খুউব বেশি মানুষের সাথে যোগাযোগ নেই আমার। সর্বশেষ শিল্পী সমিতির আহ্বানে ইফতার পার্টিতে গিয়েছিলাম।’ এ দিকে শাবনাজ বেশ কিছু দিন ধরে ভারতে আছেন। সেখানেই স্বামী-সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছেন। শাবনাজ বলেন, ‘আমি আর শবনম আপার সৌভাগ্য যে আমরা বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শ্রদ্ধেয় এহতেশামের সিনেমাতে অভিনেয়র মধ্য দিয়ে নিজেদের চলচ্চিত্রে অভিষেক ঘটিয়েছি। তার মতো এমন গুণী পরিচালকের হাত ধরেই অভিষেক হয়েছিল বিধায় চলচ্চিত্রের যাত্রাটা বেশ আড়ম্বরপূর্ণ ছিল। শবনম আপার সাথে দেখা হলে তাকে নিয়েই গল্প হয় অনেক বেশি। আমি দোয়া করি আল্লাহ শবনম আপাকে সুস্থ রাখুন, ভালো রাখুন।’


আরো সংবাদ



premium cement
হিলি দিয়ে ফের পেঁয়াজ ও আলু আমদানি শুরু চট্টগ্রামে পুলিশের ৩ মামলা, আসামি ১৪৭৬ ইন্দুরকানী প্রেসক্লাবের নতুন সভাপতি নাসির, সম্পাদক মনির ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স প্রথম বর্ষের আগামীকালের পরীক্ষা স্থগিত হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা টিসিবির ওএমএস কার্যক্রমে যুক্ত হচ্ছে ১০ লাখ পোশাকশ্রমিক গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে : ভূমি উপদেষ্টা দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে : জাতীয় নাগরিক কমিটি চিন্ময়ের গ্রেফতার ইস্যুতে যে বার্তা দিলো ভারতের কংগ্রেস ‘আইনজীবিকে হত্যা করে ইসকন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে’ চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে আক্রমণাত্মক ভারত

সকল