২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া

-

দু’দিনের বৃষ্টিতে ভেজা শহর তখন মোটে আড়মোড়া ভেঙে উঠছে। আকাশে মেঘের আধিপত্য তখনও। নাগরিক কার্ণিশে বসে কোনো পাখি যেন মনে করিয়ে দিচ্ছে, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’। সোনার গাঁয়ে নয়, এমন শীতল সকালে না ফেরার দেশে চলে গেছেন এই গানেরই স্রষ্টা কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। রোববার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় মারা গেছেন তিনি। বাংলা গানের ইতিহাসে গীতিকবি হিসেবে যার নামটি সবার আগে উচ্চারিত হয়, যার রচিত গানের মুগ্ধতায় ভেসেছে প্রজন্ম থেকে প্রজন্ম, সেই গানের গাজী চলে গেছেন। দেশের সংস্কৃতি অঙ্গনের জন্য এমন সকাল নিঃসন্দেহে অপ্রত্যাশিত, দুঃস্বপ্নের মতো। শরতের এই সিক্ত সকাল সবার মনেই দমকা হাওয়ার মতো শোকের থাবা বসিয়েছে। তাই বিষণœ মনে কিংবদন্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অনেক তারকা। নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী লিখেছেন, ‘আমার বাবা আর শ্বশুর ইন্তেকালের পর আমি একজনকে বাবা বলে ডাকতাম, শ্বশুর বলে ডাকতাম; বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় নক্ষত্র, একজন বাংলাদেশ, গাজী মাজহারুল আনোয়ার ইন্তেকাল করেছেন।’ ব্যবসায়ী ও নায়ক অনন্ত জলিল তার ফেসবুক পেজে লিখেছেন, ‘পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অনেক কালজয়ী গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ার। এই কীর্তিমান মহান মানুষটির প্রয়াণে শোক ও আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’
আরো শোক জানিয়ে লিখেছেন- নন্দিত কণ্ঠশিল্পী কনকচাঁপা, কিংবদন্তি সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ, একসময়ের জনপ্রিয় নায়ক কাজী মারুফ, এ সময়ের জনপ্রিয় সঙ্গীত তারকা ইমরান মাহমুদুল প্রমুখ।


আরো সংবাদ



premium cement
সুপ্রিম কোর্টে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা ও বিক্ষোভ ঋণ তিন মাস প‌রিশোধ না করলে খেলাপি ‘গণঅভ্যুত্থানের বড় স্টেকহোল্ডার ছিল শিবির’ দাবি ইবি সমন্বয়কের যুক্তরাষ্ট্রে পরকীয়া করছেন নায়ক নিরব, অভিযোগ স্ত্রীর আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে আজও উত্তাল চট্টগ্রাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাহাড় কাটা বন্ধের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের হাসনাত-সারজিসকে হত্যার চেষ্টা, ঢাবিতে বিক্ষোভের ডাক বিচারপতিকে ডিম ছুঁড়ে মারলেন আইনজীবীরা এবার প্রকাশ্যে এলেন বেরোবি শিবির সভাপতি রূপগঞ্জে সুতা কারখানায় আগুন নোয়াখালীতে পিলখানায় হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ

সকল