ইনসেনটিভের সেই আসিফ তুহিনের নতুন গান
- বিনোদন প্রতিবেদক
- ০১ সেপ্টেম্বর ২০২২, ০০:০৫
বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের প্রসারে ব্যান্ডদল ‘সাডেন’-এরও বেশ ভূমিকা ছিল। এই ব্যান্ডদলের মূল ভোকালিস্ট ছিলেন আসিফ তুহিন ও আগুন। তবে আসিফ তুহিন এই ব্যান্ডদলের সাথে নিজেকে যুক্ত করার আগেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করার সময় ব্যান্ডদল ‘ইনসেনটিভ’ গড়ে তুলেছিলেন। তিনি ছিলেন মেইন ভোকালিস্ট। পাভেল চৌধুরীর কথা ও সুরে ১৯৯২ সালে প্রকাশিত হয় ‘ঘাসফুল’ গানটি। এই গান দিয়েই আলোচনায় চলে আসেন আসিফ তুহিন। ইনসেনটিভ দলটির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি চার-পাঁচ বছর। এই দল থেকেই প্রকাশিত হয় তার অ্যালবাম ‘সুখের ছোঁয়া’। ১৯৯৩ সালে ভিক্টোরিয়া কলেজের নবীন বরণ অনুষ্ঠানে ‘ইনসেনটিভ’ দলের সাথে সঙ্গীত পরিবেশন করেন প্রয়াত সঙ্গীতশিল্পী খালিদ হাসান মিলু। পরবর্তীতে সাডেন ব্যান্ডদলের সাথে যুক্ত হয়ে আসিফ তুহিন একজন ভোকালিস্ট হিসেবে আরো ব্যস্ত হয়ে উঠেন। সঙ্গীতশিল্পী হিসেবে এগিয়ে চলেন তিনি। একসময় বাংলাদেশে টেলিভিশনের এ গ্রেডের শিল্পী হিসেবে অন্তর্র্ভুক্ত হন। সেই আসিফ তুহিন মাঝে গানে বিরতি দিলেও জীবনের এই সময়ে এসে গানের প্রতি আরো মনোযোগী হয়ে উঠেছেন। রক্তে যার গানের নেশা তিনি তো আসলে আর গান থেকে দূরে থাকতে পারেন না। তাই কিছু দিন আগেই তিনি নিজের নামে অর্থাৎ ‘আসিফ তুহিন’ নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেছেন। সেখানে এরই মধ্যে নতুন দু’টি গান প্রকাশিত হয়েছে। গান দু’টি হচ্ছে ‘নিশিরাতে’ ও ‘এখানেই রোদের আলো’।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা