২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘পরাণের পরাণ’-এ কেয়া

‘পরাণের পরাণ’-এ কেয়া -

বাংলাদেশের চলচ্চিত্রের নন্দিত নায়িকা সাবরিনা সুলতানা কেয়া একের পর এক নতুন নতুন সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। এরই মধ্যে তিনি নতুন আরো একটি সিনেমার কাজ শুরু করেছেন। সিনেমার নাম ‘পরাণের পরাণ’। এতে কেয়া অভিনয় করছেন নদী চরিত্রে। সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করছেন সালমান জসিম। এতে কেয়ার বিপরীতে অভিনয় করছেন অনিক রহমান অভি। কেয়া জানান, এরই মধ্যে তিনি এই সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। এতে তার বাবার চরিত্রে অভিনয় করছেন কাজী হায়াৎ। কেয়া বলেন, ‘পরাণের পরাণ সিনেমার গল্পটা এক কথায় অসাধারণ। যে কারণে সিনেমাটিতে কাজ করছি আমি। সত্যি বলতে কী এর আগেও যে নতুন ছয়টি সিনেমাতে আমি অভিনয় করেছি প্রতিটিরই গল্প এক কথায় দুর্দান্ত। আমি যে কারণে প্রতিটি সিনেমা নিয়েই আশাবাদী। গল্প ভালো হলে কাজ করতে ভালো লাগে। পরাণের পরাণ-এরও গল্প ভালোলাগলো বিধায় কাজ করছি এবং কাজটা উপভোগ করছি আমি। আশাকরি ভালোভাবে কাজ শেষ হলে সিনেমাটি যথাসময়ে মুক্তি পেলে সবার ভালো লাগবে।’ কেয়া জানান, এরই মধ্যে তিনি শেষ করেছেন মেহেদী হাসানের ‘জল জোছনা’ সিনেমার কাজ। ওই সিনেমাতেও একটি চমৎকার চরিত্রে তাকে অভিনয়ে দেখবেন দর্শক। ‘জল জোছনা’ সিনেমাটি নিয়েও যে কারণে আশাবাদী কেয়া। মুক্তির অপেক্ষায় রয়েছে কেয়া অভিনীত আলী আজাদের ‘বনলতা’, রাকিবুল আলম রাকিবের ‘কথা দিলাম’, ‘ইয়েস ম্যাডাম’, ‘সীমানা’ও ইভান মল্লিকের ‘মোনাফিক’। সিনেমাগুলোতে তার বিপরীতে রয়েছেন সাইফ খান, শিপন মিত্র, জামশেদ শামীম। ২০০১ সালের ৭ মার্চ মুক্তি পায় কেয়া অভিনীত মনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমা ‘কঠিন বাস্তব’।

 


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল