অস্ট্রেলিয়ায় বাংলাদেশী মেলায় কুমার বিশ^জিৎ
- সাকিবুল হাসান
- ২০ আগস্ট ২০২২, ০০:০৫
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের গর্ব, জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী কুমার বিশ^জিৎ এখন পর্যন্ত চারবার অস্ট্র্রেলিয়ায় সঙ্গীত পরিবেশন করেছেন। সেই ধারাবাহিকতায় আবারো অস্ট্র্রেলিয়া যাচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ার সিডনিতে ২০১৭ সাল থেকে প্রতি বছর ‘ভ্যালেন্টাইন বাংলাদেশ’ নামে একটি মেলার আয়োজন করে আসছে ‘ব্রান্ডিং বাংলাদেশ’। এটি সিডনির বাংলাদেশী কমিউনিটির মধ্যে সবচেয়ে বড় আয়োজন। মেলাটি উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত হওয়ার কারণে এতে বাংলাদেশী অস্ট্রেলিয়ান, নেপালি, ভারতীয়, শ্রীলঙ্কান, পাকিস্তানি, আরবদের পাশাপাশি সিডনির মূলধারার মানুষও অংশ নেয়। এটি সিডনির একটি বর্ণাঢ্য ঐতিহ্যবাহী মেলা যা বাংলাদেশ এবং এর সমৃদ্ধ সংস্কৃতির পাশাপাশি স্থানীয় অস্ট্রেলিয়ান সাংস্কৃতিও তুলে ধরে। এটি আয়োজনের সাথে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার, বাংলাদেশ হাইকমিশন, নিউ সাউথ ওয়েলসের ক্যান্টারবেরি চেম্বার অব কমার্সও যুক্ত রয়েছে। চলতি বছর অক্টোবরের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ব্যাঙ্কটাউনে আবারো এ মেলা আয়োজন করা হচ্ছে। এ বছর ব্র্যান্ডিং বাংলাদেশের সাথে আরেক বাংলাদেশী প্রতিষ্ঠান সেলুলয়েড প্লাস যৌথভাবে মেলাটির আয়োজন করছে। দিনব্যাপী এ আয়োজনে বড়দের পাশাপাশি মেলায় আগত শিশুরাও বিভিন্ন রকম রাইড উপভোগ করবে বলে জানিয়েছেন আয়োজকরা। আরো থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশের চিরসবুজ গায়ক খ্যাত সঙ্গীতশিল্পী কুমার বিশ^জিৎ। এতে অংশ নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এরই মধ্যে আমি আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছি। সেখানে যাওয়ার বিষয়টি নিশ্চিতও করেছি। আশা করছি দারুণ একটি আয়োজন হবে।’ একই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আরো কয়েকজন তারকা অংশ নেবেন বলে জানা গেছে। এ আয়োজন প্রসঙ্গে সেলুলয়েড প্লøাসের প্রধান নির্বাহী জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ বলেন, ‘এই মেলার উদ্দেশ্য হচ্ছে অস্ট্রেলিয়ান কমিউনিটির মধ্যে বাংলাদেশ ও এর বৈচিত্র্য এবং সম্প্রীতি প্রদর্শন করা। মেলা প্রাঙ্গণে বিমান যাতায়াত, ভ্রমণ, শিক্ষা, তৈরী পোশাক, চামড়াজাত দ্রব্য, আসবাবপত্র, কৃষি, অর্থ, রিয়েল এস্টেট, প্যাকেটজাত খাবার এবং অস্ট্রেলিয়ান ও বাংলাদেশী অস্ট্রেলিয়ান খাবারের স্টল থাকবে। আশা করছি আমরা ভালো ও মানসম্মত একটি আয়োজন উপহার দিতে পারব।’ কুমার বিশ^জিৎ জানান, আগামী ৪ সেপ্টেম্বর কক্সবাজারে ও ২২ সেপ্টেম্বর বনানী ক্লাবে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। ১৯৮২ সালে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ গানটি দিয়েই কুমার বিশ^জিতের সঙ্গীতশিল্পী হিসেবে তারকাখ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর থেকে আজ অবধি তিনি বিরামহীনভাবে গান গেয়েই চলেছেন। বহু শ্রুতিমধুর গান তিনি উপহার দিয়েছেন শ্রোতা দর্শককে যা হয়ে উঠেছে সবার ভালোবাসায় বেশ জনপ্রিয়। ২০২২ কুমার বিশ^জিতের সঙ্গীত জীবনের ৪০ বছর পূর্তি। আর ৪০ বছর পূর্তি উপলক্ষে কুমার বিশ^জিৎ বিশেষ এক উদ্যোগ নিয়েছেন। তা হলো- দীর্ঘ ৪০ বছরের সঙ্গীত জীবনের সর্বাধিক আট-দশটি জনপ্রিয় গান নতুন করে দর্শককে উপহার দিতে যাচ্ছেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা