২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জন্মদিনে বিরতিতে নিলয়

জন্মদিনে বিরতিতে নিলয় -

নিলয় আলমগীর, এই প্রজন্মের নন্দিত অভিনেতা। একটা সময় ছিল যখন তিনি ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করেছেন। কিন্তু সেই সময়টাতে সেসব নাটকের তেমন কোনো ভিউজ ছিল না। কিন্তু নিলয় আলমগীর বিগত বেশ কয়েক বছর ধরে আগের নিজস্ব ধারা থেকে বেরিয়ে এসে এখন সময়ের চাহিদাকে বিবেচনা করে কমেডি ঘরানার অর্থাৎ হাস্যরসাত্মক গল্পের নাটকে বেশি কাজ করছেন। সেসব নাটকের ভিউজ হচ্ছে প্রচুর। নিলয় আলমগীরের কাজের ব্যস্ততাও বেড়ে গেছে অনেক। বলা যায় তার যদি নিজের ইচ্ছে থাকে তাহলে মাসের পুরোটা সময়ই তিনি নাটকের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারবেন। গত ঈদের পর থেকে নিলয় আলমগীর মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, নাজমুল রনি, হাসিব হোসেন রাখি, মুরসালিন শুভ, মিতুল খান, ইমরাউল রাফাত, জুবায়ের ইবনে বকর, আনিসুর রহমান রাজীব, মোহন আহমেদ, মাইদুল রাকিবের নাটকের পরিচালনায় অনেকগুলো নাটকের কাজ শেষ করেছেন। গতকাল এবং আজ এই দু’দিন নাটকের কাজের বিরতি নিয়েছেন নিলয় আলমগীর। এর কারণে হচ্ছে- আজ ২০ আগস্ট নিলয়ের জন্মদিন। জন্মদিনে তিনি তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদিকে সময় দেবেন। জন্মদিন ও নাটক প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, ‘জন্মদিনে কোনো শুটিং রাখিনি- এর একমাত্র কারণ হচ্ছে আমার স্ত্রীকে দিনটিতে বিশেষভাবে সময় দিতে চাই। পাশাপাশি বন্ধুবান্ধব তো রয়েছেই। তবে এবারের জন্মদিনে আব্বা-আম্মাকে খুব মিস করব। কারণ তারা এ মুহূর্তে আমার বড় আপা সুলতানা ইয়াসমিনের কাছে অস্ট্র্রেলিয়ায় আছেন। তবে অবশ্যই দিনটিতে ফোনে কথা হবে, আব্বা-আম্মার কাছে আশীর্বাদ চাইব। কারণ তাদের কারণেই এই পৃথিবীতে আমার আসা।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল