২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পলাশের নতুন গান ‘অন্যরকম’

-

শ্রোতানন্দিত সঙ্গীতশিল্পী পলাশ কিছু দিন আগে অর্থাৎ গেল জুন মাসে অসুস্থ ছিলেন। ডাক্তারের বিধি নিষেধ অনুযায়ীই মূলত এখন তিনি জীবনযাপন করছেন। তাই আগামীকাল ১০ আগস্ট তার জন্মদিন নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই। যেহেতু জন্মদিনটি বিশেষভাবে উদযাপনের সুযোগ নেই, তাই দিনটিতে তিনি তার ভক্ত দর্শকের জন্য নিয়ে আসছেন তার নতুন মৌলিক গান ‘অন্যরকম’। গানটির কথা লিখেছেন আশরাফ বাবু, সুরসঙ্গীত করেছেন পার্থ বড়–য়া। পলাশ জানান, এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে গেল রোজার মাসে। নির্মাণ করেছেন পলাশ। গানটি প্রসঙ্গে পলাশ বলেন, আমাদের তিনজনের একসাথে কোনো গান করা অনেক বছর পর। আগে একটা সময় আমরা একসাথে অসংখ্য গান করেছি। ভীষণ আবেগ কাজ করত রেকর্ডিংয়ের সময়গুলোতে। গানের কথা আমরা একটু ভিন্নধর্মী চাইছিলাম। বাবু গানটাই লিখেছেন ‘অন্যরকম’ শিরোনামে। রোমান্টিক একটা গান। পার্থ দা’র সুরে তার নিজস্ব ঘরানা তো আছেই। গানটির কাজ করার সময় সত্যিই আমার বারবার নব্বই দশকের শেষ দিকের আমাদের কাজ, আড্ডা জীবনধারার কথা বিশেষভাবে মনে পড়ছিল। গানটি ভালোভাবে গাইবার চেষ্টা করেছি। মিউজিক ভিডিওটা পুরোটা পার্থ দা’র আইডিয়া। ভালো লাগছে এত বছর পর শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য এমন একটি গান পেয়ে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে। গানটি প্রকাশ পাবে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে। পলাশের সর্বশেষ প্রকাশিত গান ছিল ‘ভালো থেকো প্রিয়তমা’। একই ব্যানারে গানটি এক বছর আগে প্রকাশিত হয়। গানটি লিখেছিলেন ও সুরসঙ্গীত করেছিলেন তরুণ মুন্সী। দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল ‘অরবিট’র ভোকালিস্ট ছিলেন পলাশ। ১৯৯১ সালে এই দলের হয়ে ‘লাল শাড়িরে’ গানটি গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন পলাশ।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল