সৌদের ‘শ্যামা কাব্য’তে গাইলেন আতিয়া আনিসা
- বিনোদন প্রতিবেদক
- ০৯ আগস্ট ২০২২, ০০:০০
২০১৭ সালের মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা ছিল বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমাটি। এতে অভিনয় করেছিলেন সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, জিতু আহসান, রুনা খান, তানভীর, নীলা, মুনসহ আরো অনেকে। সিনেমাটি বেশ কয়েকটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছিলেন।
‘গহীন বালুচর’ সিনেমার সঙ্গীত পরিচালনা করেছিলেন বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সঙ্গীত পরিচালক ইমন সাহা। সেই ধারাবাহিকতায় সৌদের নতুন সরকারি অনুদানের সিনেমা ‘শ্যামা কাব্য’রও সঙ্গীত পরিচালনা করছেন ইমন সাহা। আর এরই মধ্যে এই সিনেমার একটি গানের রেকর্ডিংয়ের কাজও শেষ করেছেন ইমন সাহা। তার সুরসঙ্গীতে এবারই প্রথম সিনেমায় প্লে-ব্যাক করেছেন এ সময় সিনেমার গানে আলোচিত সঙ্গীতশিল্পী আতিয়া আনিসা। গানটি লিখেছেন বদরুল আনাম সৌদ। গত রোববার রাজধানীর বনানীতে বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়। প্রথমবারের মতো ইমন সাহার সুরসঙ্গীতে সিনেমায় গান গেয়ে দারুণ উচ্ছ্বসিত আতিয়া আনিসা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা