২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কন্যাসন্তানের মা হলেন ডায়না

কন্যাসন্তানের মা হলেন ডায়না -

টিভি নাটকের ও সিনেমার অভিনেত্রী নূসরাত জাহান ডায়না গত শুক্রবার আমেরিকার স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। আমেরিকার লসঅ্যাঞ্জেলসের একটি হাসাপাতালের ডা: এমিটুইটের তত্ত্বাবধানে আল্লাহর অশেষ রহমতে এক সুস্থ কন্যাসন্তানের জন্ম দেন ডায়না। গতকাল সকালে (বাংলাদেশ সময়) আমেরিকা থেকে এ বিষয়ে বিস্তারিত জানান। ডায়না জানান, তার মেয়ের নাম রাখা হয়েছে নিয়ানা। ডায়না ২০২০ সালে আমেরিকা গেছেন। সেখানে তার স্বামী গোলাম কিবরিয়া মেরিন সার্ভেয়ার হিসেবে কর্মরত। যে কারণে ডায়নাকেও সেখানে থাকতে হচ্ছে। ফেসবুক ম্যাসেঞ্জারে ডায়না আমেরিকা থেকে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘ঠিক এই মুহূর্তে আম্মুকে খুব মিস করছি। আম্মু পাশে থাকলে কোনো চিন্তাই থাকত না। এখানে আমি একা, একা সব কিছু সামলে নেয়া খুব কঠিন। মহান আল্লøাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে, তিনি আমাকে সুস্থ কন্যাসন্তান উপহার দিয়েছেন। কিবরিয়ার প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা- শত ঝামেলার মধ্যেও সন্তানের জন্য আলাদা সময় বের করেছে। আমার প্রথম সন্তান নূহাদও খুব খুশি বোন পেয়ে। সবার কাছে দোয়া চাই বিশেষত যারা আমার পরিচিত, দেশে যারা আছেন এবং আমার কাজের যারা দর্শক ছিলেন, তাদের কাছে দোয়া চাই আল্লøাহ যেন আমাকে, আমার পরিবারকে ভালো রাখেন। আর আমি যেন আমার পুত্র-কন্যাকে মানুষের মতো মানুষ করতে পারি।’ ডায়না অভিনীত প্রথম জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে সালাহউদ্দিন লাভলু পরিচালিত ‘আলতা সুন্দরী’। এরপর তিনি ‘রাক্ষসী’, ‘চোরাই ধন, ‘বাজি’, ‘কাঁটা’, ‘বুমেরাং’, ‘মন ফড়িংয়ের গল্প’, ‘হিমিগিরিতে ঝরাপালক’, ‘অপরাজিতা’, ‘মুম্বাসা’,‘ দখিনায়নের দিন’, ‘এ শহর জাদুর শহর’, ‘লাভ ফাইনালি’, ‘যোগাযোগ গোলযোগ’, ‘আমি তুমি তুমি আমি’, ‘তোমায় দিলাম পৃথিবী’, ‘শান্তি অধিদপ্তর’,‘ সম্রাট’, ‘সাহসিকা’, ‘ভ্যাগাবন্ড’, ‘সেই পথে’, ‘নবাবের প্রেম’সহ আরো বহু নাটকে অভিনয় করেছেন। বলা যায় বহু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন ডায়না। তার অভিনীত প্রথম সিনেমা খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’।

 

 


আরো সংবাদ



premium cement