গানে গানেই ব্যস্ত দোলা
- বিনোদন প্রতিবেদক
- ২৫ জুলাই ২০২২, ০৪:৪০
দোলা, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। গেল বৈশাখে তার মৌলিক গান ‘এলোরে বৈশাখ’ ইউটিউবে প্রকাশিত হয়। গানটি লিখেছেন ও সুর করেছে দোলা নিজেই। গানটি প্রসঙ্গে দোলার অভিব্যক্তি ছিল এমনÑ ‘আমি দোলা সবসময় আপনাদের ছিলাম, আছি এবং ইনশা আল্লাহ থাকব। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমি অসম্পূর্ণ। আমি চেষ্টা করেছি গেল বৈশাখে গাওয়ার ও নাচার মতো একটি গান আপনাদের উপহার দিতে, জানি না কতটুকু সফল হয়েছি। গানটি সবাইকে উপভোগ করার জন্য বিনীত অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ভালো কাজকে সাপোর্ট করবেন।’ ২০১৭ সালের চ্যানেল আই আয়োজিত সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে এসে যারা এ মুহূর্তে সঙ্গীতাঙ্গনে নিজের গায়কী দিয়ে ভালো অবস্থান তৈরি করার চেষ্টা করছেন তাদের মধ্যে অন্যতম একজন দোলা। স্টেজ মৌসুম শুরু হওয়ায় দোলার ব্যস্ততা বেড়ে গেছে অনেক। একজন সঙ্গীতশিল্পী হিসেবে দোলাকে সাধারণত সেই ধরনের শ্রোতা দর্শকই মঞ্চে গান শুনতে আগ্রহী যারা যারা ফোক ফিউশন, একটু ফাস্ট গান, জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত ও ওয়েস্টার্ন গান শুনতে ভালোবাসেন। যে কারণে দোলার আলাদা কদর আছে শ্রোতা দর্শকের কাছে। দোলার ভাষ্যমতে, তিনি ভার্সেটাইল একজন সঙ্গীতশিল্পী। তবে তিনি জানান, তার কণ্ঠে ফোক গান ও লালনগীতিই বেশি শ্রুতিমধুর। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ১ ডিসেম্বর রাজধানীর হাতিরঝিলে ১৬ দিনব্যাপী মহোৎসবের প্রথম দিনে তিনি অংশ নিতে পেরেছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা