ফোক গানেই নিবেদিত রোকসানা রূপসা
- বিনোদন প্রতিবেদক
- ১৪ জুলাই ২০২২, ০২:২৫
নানা জাহিদুল ইসলামের স্বপ্ন পূরণ করতেই এই প্রজন্মে ফোকে অনবদ্য সঙ্গীতশিল্পী রোকসানা রূপসা নিজেকে মূলত একজন ফোক গানের শিল্পী হিসেবে গড়ে তুলেছেন। রূপসার কণ্ঠটাতো এতো মিষ্টি যারা একবার তার গান কোনো অনুষ্ঠানে সামনে বসে উপভোগ করেছেন তারাই তার গানে মুগ্ধ হয়েছেন। তার কণ্ঠ , তার গায়কী মনের ভেতর ছুঁয়ে যাওয়ারই মতো। রূপসার বয়স যখন মাত্র ১, সেই সময় থেকেই রূপসা তার নানার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলায় বেড়ে উঠেছেন। মামা শাহীনের কাছে তার গানে হাতেখড়ি। ফাঁসিতলাতেই এসএসসি এইচএসসি সম্পন্ন করে ২০১০ সালে রাজধানীর মিউজিক কলেজে ভর্তি হন। সেখান থেকে তিন বছরে বিমিউজ সম্পন্ন করেন। আর এর পরপরই ২০১৭ সালে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সিনিয়র কণ্ঠশিল্পী হিসেবে যোগ দেন। রূপসার বাবার নাম মো: আইয়ুব হোসেন, মা শাহেরা বেগম। ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর রূপসার বাবা মারা যান। বলা যায় এরপর থেকে তিন বোন এক ভাইয়ের সংসারে রূপসার উপরই যেন পরিবারের দায়িত্ব অনেকটা। ঢাকায় থাকেন না মা। কিন্তু প্রতিদিনই মায়ের সঙ্গে ফোনে কথা হয় তার সারা দিনের কর্মব্যস্ততা আর সাফল্যগাথা নিয়ে। মা’ই তার প্রকৃত বন্ধু। রূপসার প্রথম মৌলিক গান ছিল ২০১৮ সালে ধ্রুব মিউজিক স্টেশনে প্রকাশিত ‘মায়া বাড়াইসে’। গানটি লেখা ও সুর করা কে জিয়ার। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহিন আওলাদ। এতে মডেল ছিলেন চিত্রনায়ক কায়েস আরজু ও রূপসা। প্রথম মৌলিক গানেই বেশ সাড়া ফেলেন রূপসা। এখন পর্যন্ত গানটি ৪০ লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন। এরপর তার কণ্ঠে ‘বলরে পাখি’, ‘অন্তরেতে পিরিত’, ‘তুই বিহনে’ গান প্রকাশিত হয়। জামাল হোসেনের লেখায় আরো তিনটি গান শিগগিরই প্রকাশ পাবে বলেও জানান রূপসা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা