২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈদে সজল-মমর ‘বন্ধু বলে কিছু নেই’

ঈদে সজল-মমর ‘বন্ধু বলে কিছু নেই’ -

ফেরদৌস হাসান, বাংলাদেশের নন্দিত মেধাবী একজন নাট্যকার ও পরিচালক। তার হাত ধরে বাংলাদেশে অনেক শিল্পীর জন্ম হয়েছে, উত্থানও হয়েছে। সেই গুণী নির্মাতা এবারের ঈদে চ্যানেল আইয়ের জন্য একটি নাটক নির্মাণ করেছেন। নাটকের নাম ‘বন্ধু বলে কিছু নেই’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। নাটকটিতে দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রী জাকিয়া বারী মম। ফেরদৌস হাসান বলেন, ‘আসলে আমাদের যারা কাছের মানুষ, তারাই তো আসলে আমাদের বন্ধু। কিন্তু কাছের মানুষই সবচেয়ে বেশি ক্ষতি করে। দূরের মানুষ সে সুযোগ পায় না। তাহলে আমরা যাদের বন্ধু মনে করি তারা কী আসলে বন্ধু? মা-বাবা, ভাইবোন, বন্ধু- এ সম্পর্কগুলো খুব পবিত্র। মা বললে আর কিছু ব্যাখা করতে হয় না। বন্ধু বললে বন্ধুর জন্য জীবন দিতে পারি। কিন্তু আসলে কী এখন তাই হচ্ছে আমাদের সমাজে। আমি তো প্রায়ই শুনি যে, কেউ কেউ আছেন তার সবচেয়ে বড় ক্ষতিটা করেছে তার সবচেয়ে কাছের বন্ধু। অদ্ভুত ব্যাপার হলো- লেখাপড়া শেখা, ভালো চাকরি করা একজন মানুষ তার মনটা বড় করতে পারছে না, ঈর্ষামুক্ত হচ্ছে না। ঈর্ষা এমন একটি ব্যাপার, এর কোনো চিকিৎসা নেই। কেউ ভালো খাচ্ছে, ভালো কাপড় পরছে, গাড়িতে চড়ছে- অন্যজনের খারাপ লাগছে, সে কাছেরই মানুষ। খুশি হওয়ার ভান করছে, কিন্তু আসলে কী খুশি হচ্ছে? এটিই নাটকের মূল গল্প। সজল ও মম দু’জনই অসাধারণ অভিনয় করে। যারা ভালো অভিনয় করে তাদের নিয়ে কাজ করতে কষ্ট কম হয়।’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘রানা ভাই অনেক গুণী নির্মাতা। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং এখনো শিখি। আমি ভীষণ ভক্ত তার লেখার ও সংলাপের। এবারের কাজটিও অন্যরকম একটি কাজ, যাতে একটি বার্তা আছে। মম আমার খুব প্রিয় একজন অভিনেত্রী ও একজন মেধাবী অভিনেত্রী। আমরা যখনই যে কাজটি করি না কেন, আমাদের মধ্যে এত চমৎকার বোঝাপড়া যে, কাজটি অন্যরকম একটি মাত্রা পায়। আশা করছি এ কাজটিও ভালো লাগবে।’ মম বলেন, ‘শ্রদ্ধেয় ফেরদৌস হাসান রানা ভাইয়ের নির্দেশনায় কাজ করে তার সম্পর্কে কিছু একটা বলা আমার জন্য কঠিনই বৈকি। আমার অভিনয় জীবনের শুরুর কিছু দিন পর রানা ভাইয়ের নির্দেশনায় অনেক ভালো গল্পের নাটকে কাজ করেছি। অভিনয়ের জন্য সংলাপ সঠিকভাবে উচ্চারণ করে যথাযথভাবে বলাটা যে কতটা জরুরি তা তিনি সবসময়ই বুঝিয়ে বলেছেন, গুরুত্ব দিয়েছেন। অনেক দিন পর কাজটি ভীষণ আন্তরিকতা নিয়ে করেছি, উপভোগ করেছি কাজটি।’ আসছে ঈদে নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে।

 


আরো সংবাদ



premium cement
আফ্রিকায় ধর্ষকদের রক্ষায় আইনি ফাঁকফোকর নিয়ে প্রতিবেদন মেহেরপুরে আলগামন উল্টে চালক নিহত ভিড়ল কয়লার জাহাজ, উৎপাদনে ফিরছে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র জোগাড় হলো না বাজারের টাকা, লাশ হয়ে ফিরলেন তুহিন বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তির মৃত্যু ব্যাটে-বলে ভালো খেলেও দলকে জেতাতে পারলেন না সাকিব ভারতে নারী সামরিক অফিসারদের নিয়ে নেতিবাচক রিপোর্ট ভারতে নলকূপ থেকে পানি নেয়ায় দলিত যুবককে পিটিয়ে হত্যা চ্যাম্পিয়ন্স ট্রফি : পাকিস্তানকে ৫৯১ রুপি দিয়ে সমাধানের ভাবনা আইসিসির এবার লিভারপুলের কাছে আটকে গেল রিয়াল মাদ্রিদ উত্তরসূরী হিসেবে রাউহির নাম ঘোষণা করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

সকল