আঁখি, সাব্বির ও রাশেদের গানে মুগ্ধ দর্শক
- বিনোদন প্রতিবেদক
- ০৫ জুলাই ২০২২, ০০:০০, আপডেট: ০৪ জুলাই ২০২২, ২১:২৭
যুক্তরাজ্যের লেস্টার সিটির এথেল রোডে অবস্থিত ‘লেস্টার ক্যারিবান ক্রিকেট ক্লাব গ্রাউন্ড’-এ গেলো ৩ জুলাই ‘বৈশাখী মেলায়’ সকাল ৯টা থেকে দীর্ঘ সময় পর্যন্ত সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের স্টেজে অপ্রতিদ্বন্দ্বী সঙ্গীতশিল্পী, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় দুই সঙ্গীতশিল্পী সাব্বির জামান ও রাশেদ। করোনা-পরবর্তী যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের এটিই কোনো বড় আয়োজন ছিল। অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে উঠেন ইনা খান, রানা নামের দুই সঙ্গীতশিল্পী। এরপর মঞ্চে উঠে সঙ্গীত পরিবেশন করেন রাশেদ। আর তারপর সাব্বির। সবার শেষে মঞ্চে উঠেন আঁখি আলমগীর। আঁখি আলমগীরের গান ও গানের সাথে পারফরম্যান্সে মুগ্ধ হন পুরো মাঠভর্তি দর্শক। আঁখি আলমগীর জানান, ২৭ জুন লন্ডনে ছিল তার প্রথম শো। আগামী ১৫ ও ১৭ জুলাই আরো দু’টি শো রয়েছে যুক্তরাজ্যে। ঈদের আগে তিনি দেশে ফিরবেন পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য। আঁখি আলমগীরের সাথে কিবোর্ডে আছেন গুণী কিবোর্ডিস্ট পার্থ প্রতীম আচার্য্য। বৈশাখী মেলায় অংশ নেয়া একজন দর্শকের মধ্যে ছিলেন সিরাজগঞ্জের শাহরিয়ার। মুঠোফোনে তিনি বলেন, ‘এবারের বৈশাখী মেলার মূল আকর্ষণ ছিলেন আঁখি আলমগীর।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা