ভালো না লাগলে বিশেষ অনুরোধেও কাজ করিনি : অপূর্ব
- আলমগীর কবির
- ২৭ জুন ২০২২, ০২:৫১
বাংলাদেশে টিভি নাটকে বহু বছর ধরেই বলা যায় শীর্ষতম স্থানে অবস্থান করছেন টিভি নাটকের রাজপুত্র অর্থাৎ ‘দ্য প্রিন্স অব ড্রামা’ হিসেবে যাকে আখ্যায়িত করা যেতে পারে সেই জিয়াউল ফারুক অপূর্ব। একের পর এক ভালো গল্পের নাটকে অভিনয় করে তিনি এ দেশের কোটি কোটি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। অভিনয়ে দেড় দশকেরও বেশি সময় পেরিয়েও তিনি তার অবস্থানে আছেন শীর্ষতম স্থানে। অভিনয়ের প্রতি একাগ্রতা, অধ্যবসায়, ভালোবাসা, একনিষ্ঠতা এবং সর্বোপরি যেকোনো পরিচালকের সাথে কাজ করার সময় কাজটি সম্পূর্ণ নিজের করে নেয়ার মধ্য দিয়েই একজন অপূর্ব তার অভিনয়ে নিজেকে জাত শিল্পী হিসেবে প্রমাণ করেছেন শত শত নাটকে। আর এ কারণেই এখনো অপূর্বর সাথে মানানসই কোনো ভালো স্ক্রিপ্ট নির্মাতা হাতে পেলে তার কথাই ভাবেন সবার আগে। যদি শিডিউল না মিলে কিংবা কোনোভাবেই অপূর্ব সময় না দিতে পারেন তখন তা চলে যান অন্য কারো কাছে। গেলো ঈদেও অপূর্ব অভিনীত বেশ কিছু নাটকে দারুণ দর্শকপ্রিয়তা পায়। যার মধ্যে উল্লেøখযোগ্য হলোÑ এস আর মজুমদারের ‘নতুন করে শুরু’, মেহেদী হাসান জনির ‘ত্যাগ’, বি ইউ শুভর ‘আই হেট ইউ বস’, শিহাব শাহীনের ‘নিঃশব্দের আলো’, রুবেল হাসানের ‘প্রিয় খেয়ালে’, সৈয়দ শাকিলের ‘একটা নির্জন দুপুর চাই’ ইত্যাদি। সব নাটকেই যথারীতি অপূর্বর অভিনয় ছিল দর্শকের কাছে মুগ্ধতার। আগামী ঈদের জন্যও এরই মধ্যে বেশ কয়েকজন পরিচালকের নাটকের কাজ শেষ করেছেন অপূর্ব। যার মধ্যে উল্লেøখযোগ্য হচ্ছেন শিহাব শাহীন, মেহেদী হাসান জনি ও মোরসালিন শুভ। গত ২৫ জুন উদ্বোধন হলো বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতুর। এই সেতুর জন্য অপূর্ব একটি শুভেচ্ছা বার্তা দিয়েছেন। যা এরই মধ্যে অপূর্বর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘জিয়াউল ফারুক অপূর্ব’তে প্রকাশিত আছে। এক মিনিট ১৫ সেকেন্ড ব্যাপ্তির এই শুভেচ্ছা বার্তায় পদ্মা সেতুতে অপূর্ব উপস্থিতিতে পদ্মা সেতু নিয়ে ভয়েজ ওভার দিয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম। শুভেচ্ছা বার্তার শেষ অংশে এসে অপূর্ব বলেন, ‘পদ্মা সেতু নামটি বাংলার জনগণের কাছে ছিল কেবল রূপকথা...দূরদর্শী এক রাষ্ট্রনায়কের অসীম সাহসিকতা আর প্রবল আত্মবিশ^াসের বাস্তব প্রতিফলন আজকের এই পদ্মা সেতু। তাই অন্তরের অন্তঃস্থল থেকে প্রধানমন্ত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।’ এ দিকে আজ অপূর্বর জন্মদিন। জন্মদিন ও অভিনয়ে ব্যস্ততা প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই, কোনো আয়োজনও নেই। কারণ কিছু দিন আগেই আমি আব্বুকে হারিয়েছি। তাই দিনটি খুব সাধারণভাবেই পরিবারের সাথে কাটাতে চাই। শুটিং রাখিনি দিনটিতে। সবার দোয়া ও ভালোবাসা চাই আমার পরিবারের জন্য, আমার সন্তান আয়াশের জন্য। কারণ আজ আয়াশেরও জন্মদিন। আর প্রতি মুহূর্তেই চেষ্টা থাকে ভালো গল্পের নাটকে অভিনয় করার। কোনো কারণেই কারো বিশেষ অনুরোধেও গল্প ভালো লাগেনি এমন নাটকে কাজ করিনি, করতেও চাই না। কারণ আমার ভক্ত-দর্শক আমার একটি ভালো কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। তাদের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ ভালো গল্পের নাটকে কাজ করার।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা