২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নতুন দায়িত্বে ব্যবসায়ী শমী কায়সার

নতুন দায়িত্বে ব্যবসায়ী শমী কায়সার -

শমী কায়সার। মঞ্চ ও টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী। এখন অভিনয় থেকে একেবারেই নিজেকে দূরে রেখেছেন। মনোযোগ দিয়েছেন ব্যবসায়িক কর্মকাণ্ডের প্রতি। গত শনিবার ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন প্রযোজনা সংস্থা ধানসিঁড়ির এই প্রধান নির্বাহী কর্মকর্তা।
এ প্রসঙ্গে শমী কায়সার বলেন, ‘আমরা গত বছরগুলোতে বিশেষ করে করোনা মহামারীর সময়ে সদস্য ও ভোটারদের পাশে ছিলাম। এই খাতের উন্নয়নে কাজ করেছি। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করার জন্য আগামী দুই বছর আমি ও আমার দলের সদস্যরা কাজ করব।’ জাতীয় সংসদে এখন চলছে বাজেট অধিবেশন। এ বিষয়ে ই-ক্যাব সভাপতি বলেন, ইন্টারনেট, ল্যাপটপ, হার্ডওয়্যারের ওপর ভ্যাট বসানো হলে ই-কমার্স খাতেও তার প্রভাব পড়বে। কারণ, করোনার পর ব্যবসার খরচ এমনিতেই বেড়ে গেছে। তার অনুরোধ, ই-কমার্সকে যেন আলাদা খাত হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি আইটি খাতের পুরো ইকোসিস্টেম মাথায় রেখে যেন বাজেট পাস করা হয়।
ব্যবসায়ী হলেও সারা দেশের মানুষের কাছে শমী কায়সার পরিচিত অভিনেত্রী হিসেবে। কিন্তু ওই জায়গাটায় একেবারই অনুপস্থিত তিনি। কারণ প্রসঙ্গে শমী বলেন, সত্যি কথা বলতে, অভিনয়টা সব সময়ই টানে। কিন্তু অভিনয় করার মতো ওরকম চিত্রনাট্য খুব একটা পাই না। আর যা-ও পাই তখন ব্যস্ততার কারণে সময় করে উঠতে পারি না। অভিনয়টা খুব মিস করি।
সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক ব্যস্ততা বাড়লেও তিনি অভিনয়ে অনিয়মিত ছিলেন আরো আগে থেকে। এ বিষয়ে তিনি বলেন, একটি সময় বিটিভিতে কালো তালিকাভুক্ত করা হয়েছিল আমার নাম। আমাকে নিয়ে নির্মিত নাটকের সম্প্রচার বন্ধ করে দেয়া হলো। অথচ আমার দীর্ঘ দিনের সহকর্মী ও পরিচালকরা কেউ কোনো প্রতিবাদ করেননি। তাই অভিনয়ে অনিয়ম হওয়াটা ছিল তাদের প্রতি আমার একটি মৌন প্রতিবাদ।’


শহীদ বুদ্ধিজীবী ও সাহিত্যিক শহীদুল্লøাহ কায়সারের মেয়ে শমী কায়সার। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের পরবর্তী প্রজন্মকে অবশ্যই মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস জানাতে হবে। এই অনুধাবন থেকে আমরা পরিকল্পনা করেছি প্রত্যেক শহীদ বুদ্ধিজীবীকে নিয়ে আমরা প্রামাণ্যচিত্র তৈরি করব। পর্যায়ক্রমে আমরা মুক্তিযুদ্ধে শহীদদের নিয়েও আর্কাইভ করব। সরকার আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। আশা করছি শিগগিরই কাজ শুরু করব। শিশু-কিশোরদের জন্য আলাদা ভার্সন থাকবে। সেটি তাদের মনের মতো করেই তৈরি করা হবে। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে দেখানো হবে সে সব ডকুমেন্টারি।’ তিনি বলেন, ‘১০ বছর ধরে আমার বাবাকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছি। এর কাজ শেষ করতে আরো কিছু সময় লাগবে আমার।’
কিন্তু এসবের মধ্যে ভারতীয় সংস্কৃতি আমাদের ওপর চেপে বসেছে। অনেকের কাছে মনে হয় স্বাধীন সংস্কৃতি চর্চা বোধ হয় এমনই। কিন্তু এর বিরোধিতা করেছেন শমী কায়সার। তিনি মনে করেন, আমাদের এখানে যেটা হচ্ছে সেটা সাংস্কৃতিক আগ্রাসন। এটা থেকে উত্তরণের জন্য কাজ করতে হবে। ভারতীয় সংস্কৃতি ভীষণভাবে আমাদের ভেতর ঢুকে গেছে। তারা তাদের সংস্কৃতি দিয়ে আমাদের নিজস্বতা বিলীন করে দিচ্ছে। এটি একদিনে হয়নি। স্টার জলসা, স্টার প্লাসসহ অন্যান্য ভারতীয় চ্যানেল অনুমতি পেয়েছে বিগত সরকারের সময়ে। এখন তো আকাশ সংস্কৃতির যুগ। যে কেউ চাইলে যেকোনো চ্যানেল দেখতে পারে। তাই আমি মনে করি বিদেশী চ্যানেলের ওপর ট্যারিফ বাড়িয়ে দেয়া উচিত। ভারতও তাই করছে। তাই সেখানে আমাদের চ্যানেল কম দেখে লোকজন। তার সাথে সাথে তৃণমূল থেকে শুরু করে আমাদের স্কুল-কলেজে বাঙালি সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হবে। নাচ, গান, অভিনয় ও মুক্তিযুদ্ধের গল্প বলা যাই হোক, সব কিছুকে উৎসাহ দিয়ে বাঙালি সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে।
আব্দুল্লøাহ আল মামুন পরিচালিত ধারাবাহিক নাটক ‘যত দূরে যাই’ দিয়ে প্রথম আলোচনায় আসেন শমী। এরপর নক্ষত্রের রাত, ছোট ছোট ঢেউ, একজন, অরণ্য, আকাশে অনেক রাত, মুক্তির, অন্তরে নিরন্তরে, ঠিকানাসহ বিভিন্ন নাটকে অভিনয় করেন।
গত বছর ২৭ সেপ্টেম্বর শমী তৃতীয়বারের মতো বিয়ে করেন রেজা আমিন সুমনকে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। এই অভিনেত্রী প্রথম বিয়ে করেন ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গের চিত্রনির্মাতা রিঙ্গোকে। সেই বিয়ে ভেঙে যায়। এরপর শমী বিয়ে করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাতকে। সেই সংসারেও ঘটে বিচ্ছেদ।
তবে সব কিছু ছাপিয়ে শমীর ব্যবসায়ী পরিচয়ই এখন প্রধান হয়ে উঠেছে। আর শমীও তার মনযোগের পুরোটা দিয়ে রেখেছেন এখানে। অভিনয়ে ফিরবেন কি না অভিনেত্রী? এ প্রশ্ন ভক্তদের। তবে প্রযোজক হিসেবে নীরবে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী।

 

 


আরো সংবাদ



premium cement
আত্মসমর্পণ করে জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি শ্রীলঙ্কায় আকস্মিক বন্যায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ, ন্যায়বিচারের আশ্বাস তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে মিরসরাইয়ে কৃষকের ৪টি গরু চুরি ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের ওপর হামলা হচ্ছে : এফবিআই জামিন মেলেনি হলমার্ক গ্রুপের জেসমিনের গ্লোবাল লিগ : অবিশ্বাস্য হারে আসর শুরু রংপুর রাইডার্সের আফ্রিকায় ধর্ষকদের রক্ষায় আইনি ফাঁকফোকর নিয়ে প্রতিবেদন মেহেরপুরে আলগামন উল্টে চালক নিহত ভিড়ল কয়লার জাহাজ, উৎপাদনে ফিরছে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র

সকল