প্রথম ওয়েব-এ দীঘি
- বিনোদন প্রতিবেদক
- ০৭ জুন ২০২২, ০০:০০, আপডেট: ০৬ জুন ২০২২, ২২:১৭
২০২১ সালের ১২ মার্চ নায়িকা হিসেবে দীঘির অভিষেক হয়েছিল দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছ তুমি নাই’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে। সেদিনই হলে হলে দর্শক মুক্তিপ্রাপ্ত এই সিনেমাতে ছোট্টবেলার দীঘিকে নায়িকা হিসেবে প্রথম দেখেন। ২০২১ সালের মার্চ মাসেই দীঘি প্রথমবার কোনো ওয়েব ফিল্মে কাজ করেন। সুমন ধরের পরিচালনায় দীঘি ‘শেষ চিঠি’ নামের ওয়েব ফিল্মে কাজ করেন। এক বছরেরও বেশি সময় পর অবশেষে আজ একটি প্লাটফরমে দীঘি অভিনীত প্রথম ওয়েব ফিল্ম রিলিজ হতে যাচ্ছে। এই ওয়েব ফিল্মে দীঘি অভিনয় করেছেন তুলি চরিত্রে। প্রশ্ন রাখি তুলি কী করেন এই ‘শেষ চিঠি’তে। জবাবে দীঘি বলেন, ‘বাস্তবের তুলি অর্থাৎ আমি দীঘি এই মুহূর্তে শেষ চিঠির তুলিকে নিয়ে খুব টেনশনে আছি। আর শেষ চিঠির তুলি কী করেন, তা জানতে হলে শেষ চিঠিটা একটু কষ্ট করে আগ্রহ নিয়ে দর্শকের প্রতি বিশেষ অনুরোধ রইল। তবে এরই মধ্যে ট্রেইলার প্রকাশ হওয়ার পর অনেকের অনুপ্রেরণা পেয়েছি, ভালোবাসা পেয়েছি। এটা আমাকে উৎসাহিত করলেও কিছুটা ভয়তো কাজ করছেই। জানি না তুলি চরিত্রটি দর্শকের কতটুকু ভালো লাগবে।’ শেষ চিঠিতে দীঘির বিপরীতে শ্যামল চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা