মেলবোর্নে প্রথম মমতাজ, গানে গানে মুগ্ধ দর্শক
- বিনোদন প্রতিবেদক
- ২৩ মে ২০২২, ০২:০২
বাংলাদেশের ফোক স¤্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগম এর আগে অষ্ট্রেলিয়ায় বেশ কয়েকবার প্রবাসী বাংলাদেশীদের নিমন্ত্রণে গান গাইতে গিয়েছিলেন। অষ্ট্রেলিয়ার সিডনীতেই বেশ কয়েকবার গিয়েছেন তিনি। কিন্তু এবারই প্রথম তিনি অষ্ট্রেলিয়ার মেলবোর্নে তিনি সঙ্গীত পরিবেশন করেছেন। গত ২১ মে মমতাজ অষ্ট্রেলিয়ার মেলবোর্নে প্রবাসী বাংলাদেশীর ঈদ পরবর্তী একটি মিলন মেলা’র অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন তিনি। মমতাজের গানে গানে নৃত্য পরিবেশনও করেন কয়েকজন নৃত্যশিল্পী। বেশ খানিকটা সময় ধরে মঞ্চে উঠে মমতাজ যেসব গান পরিবেশন করেন সেগুলো হচ্ছে না জানি কোন অপরাধে, খায়রুন লো , পাঙ্খা পাঙ্খা, বাপের বড় পোলা, আগে যদি জানতাম রে বন্ধু, মায়ের কান্দন যাবতজীবন’ ইত্যাদি গানগুলো গেয়ে মমতাজ শ্রোতা দর্শককে মুগ্ধ করেন। মমতাজের গানের কখনো দর্শক নেচেছেন, উল্লাসে মেতে উঠেছেন, আবার কখনো কোন গানে দর্শক কেঁদেছেন। মূলকথা, মমতাজের প্রথম মেলবোর্নে সঙ্গীত পরিবেশন ছিল মনে রাখার মতো। মুঠোফোনে মেলবোর্ন থেকে মমতাজ বলেন,‘ এর আগে সিডনীতে বেশ কয়েকবার স্টেজ শো’তে পারফর্ম করেছি। কিন্তু এবারই প্রথম মেলবোর্নে বাঙালিদের আমন্ত্রণে গাইলাম। সত্যি বলতে কী জীবনের প্রয়োজনে এখানে অনেক বাংলাদেশী থাকেন। তারা যে দেশকে কতটা ভালোবাসেন, উপলদ্ধি করেন তা এখানে না এলে বুঝা যায় না। গানে গানে তারা ভীষণ আবেগী হয়ে উঠছিলেন বারবার। আমার নিজেরও চোখ ভিজে গিয়েছিল বেশ কয়েকবার। অনেক মধুর স্মৃতি নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। তবে সবার যে ভালোবাসা পেয়েছি তা আজীবন শ্রদ্ধার সাথে মনে রাখব। সবাই ভালো থাকুক, মেলবোর্নের বুকে আমার প্রিয় বাংলাদেশীরা ভালো থাকুক-এই শুভ কামনা আমার।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা