২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রকাশিত হলো রুমানার ‘এখনো শ্রাবণ ঝড়ায়’

-

সাম্প্রতিক সময়ে এসে গানে হঠাৎ করেই যেন ব্যস্ততা বেড়ে গেছে বাংলাদেশের বরেণ্য সঙ্গীতশিল্পী রুমানা ইসলামের। বিশেষত মৌলিক গান প্রকাশের ক্ষেত্রে তার ব্যস্ততা বেড়েছে। সেই ধারাবাহিকতায় এরই মধ্যে প্রকাশিত হলো রুমানা ইসলামের কণ্ঠে নতুন গান ‘এখনো শ্রাবণ ঝড়ায়’। গানটি লিখেছেন নন্দিত গীতিকার জামাল হোসেন এবং সুর সঙ্গীত করেছেন উজ্জ্বল সিনহা। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও ‘রঙ্গন মিউজিক’-ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে রুমানা ইসলাম বলেন, ‘গানটির কথা এবং সুর এত চমৎকার, গাইতে গিয়ে যেন আমি আমার নিজেকেই খুঁজে পেয়েছি। আমি যে ধরনের গান গাইতে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি জামাল ভাই ঠিক তেমনি কথা লিখেছেন, সুরটি গানের সাথে দারুণ মানিয়েছে। যে কারণে আমার গাইতেও ভীষণ ভালো লেগেছে। এরই মধ্যে গানটি প্রকাশিত হয়েছে। বেশ ভালো সাড়া পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ জামাল ভাইকে আমাকে এমন একটি গান গাইবার সুযোগ করে দেয়ার জন্য। ভবিষ্যতেও এমন গান গাইবার আশা পোষণ করছি।’ জামাল হোসেন বলেন,‘ রুমানা আপা যে ধরনের শিল্পী, তার ব্যক্তিত্ব, তার কণ্ঠকে বিবেচনা করেই এই গানটি করে। তিনি চমৎকার গেয়েছেন। পাশাপাশি মিউজিক ভিডিওতে তার ব্যক্তিত্বসম্পন্ন উপস্থিতিও শ্রোতা দর্শককে মুগ্ধ করছে। আমিও রুমানা আপাকে ধন্যবাদ জানাই এই গানটি অনেক যতœ নিয়ে মনোযোগ দিয়ে গাইবার জন্য।’


আরো সংবাদ



premium cement