ব্রিটেনে কনভোকেশনে অংশ নিলেন ভাবনা
- বিনোদন প্রতিবেদক
- ১৪ মে ২০২২, ০০:০০
যুক্তরাজ্যের ‘রেক্সাম গ্রিনডর ইউনিভার্সিটি’তে চার বছর আগে ‘ব্যাচেলর অব আর্টস উইথ অনার্স ইন বিজনেস ফর্ম’-এ ভর্তি হয়েছিলেন এই প্রজন্মের ভার্সেটাইল অভিনেত্রী। চার বছরের গ্র্যাজুয়েশন কোর্স তিনি সফলতার সাথে শেষ করে গত ১১ মে ভাবনা লন্ডনে এই ইউনিভার্সিটির কনভোকেশনে অংশ নেন। সাথে ছিল তার ছোট বোন। করোনার পর এই ইউনিভার্সিটির এটাই ছিল প্রথম কনভোকেশন। যে কারণে এই কনভোকেশনে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে কনভোকেশনে অংশ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন ভাবনা। পাঁচ শতাধিক গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশের অভিনেত্রীদের তিনিই ছিলেন একমাত্র এই ইউনিভার্সিটির কনভোকেশনে অংশ নেয়া ছাত্রী। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক মারিয়া হিনফিলার হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করেন ভাবনা। গ্র্যাজুয়েশন শেষ করা এবং দেশের বাইরে থেকে ভাবনা তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগজড়িত কণ্ঠে ভাবনা বলেন, ‘সত্যিকার অর্থে এই অনুভূতি আসলেই ভাষায় প্রকাশের নয়। এই অনুভূতি ব্যাখা করাও খুব কঠিন। আমাকে নিয়ে আব্বু-আম্মুর অনেক স্বপ্ন ছিল। কনভোকেশনে তারা অংশ নিলে হয়তো আরো ভালো লাগত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা