২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মুগ্ধতার আবেশে কেয়া

মুগ্ধতার আবেশে কেয়া -

বাংলাদেশের সিনেমার জীবন্ত কিংবদন্তি নায়িকা শবনম অভিনীত সর্বশেষ সিনেমা মুক্তি পায় ১৯৯৯ সালে। আর এরপর তিনি আর নতুন কোন সিনেমাতে অভিনয় করেননি। সিনেমাতে নায়িকা হিসেবে অভিষেক হয় চিত্রনায়িকা কেয়ার ২০০১ সালের ৭ মার্চ মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে। ১৯৯৯’র পর শবনম আর কোন সিনেমায় অভিনয় না করার কারণে কেয়ার প্রবল ইচ্ছে থাকলেও শবনমের সাথে কোনো সিনেমাতে অভিনয় করা হয়ে উঠেনি তার। তবে এমন কিংবদন্তি একজন নায়িকাকে খুউব কাছে থেকে দেখার এবং সময় কাটানোর সুযোগের অপেক্ষায় ছিলেন কেয়া। আর সেই মাহেন্দ্র ক্ষণটি এলো ক’দিন আগেই। চলচ্চিত্র শিল্পী সমিতি আয়োজিত ইফতার পার্টিতে বিশেষ অতিথি হিসেবে নিমন্ত্রণ পেয়েছিলেন শবনম। প্রথমবার শিল্পী সমিতি ধআয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শবনম। সেখানেই মূল অনুষ্ঠান শুরুর আগে শবনমের সাথে দেখা করেন কেয়া। শবনমকে ঘিরে তার ভালোলাগার কথা প্রকাশ করেন। শবনমও কেয়ার কথায় মুগ্ধ হন। শবনম বলেন, ‘কেয়াকে আমি চিনি। টিভিতে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা দেখার সুযোগ হয়েছে। ভালো অভিনয় করে। আর সেদিন পরিচয় হলো, লক্ষ্মী মেয়ে। কেয়ার জন্য অনেক অনেক শুভ কামনা। তার আগামীদিনের আরো সাফল্য কামনা করছি।’ কেয়া বলেন, ‘শবনম ম্যাডাম বাংলাদেশের সিনেমার গর্ব, আমাদের জীবন্ত কিংবদন্তি নায়িকা। শিল্পী সমিতির আহ্বানে তিনি যে সাড়া দিয়ে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এ জন্য তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা তার ভালোবাসার কাছে ঋণী হয়ে গেলাম। তারসাথে ভালোভাবে পরিচিত হয়ে আমার খুউব ভালো লেগেছে। এত বড় একজন মানুষ, মহান একজন মানুষ, বড় একজন শিল্পী তিনি, অথচ তার উপস্থিতি ছিল একেবারেই সাধারণ একজন মানুষের মতো। কী সুন্দর করে কথা বলেন, কী যে দারুণ তার পার্সোনালিটি। শবনম ম্যাডাম সুস্থ থাকুন, ভালো থাকুন-এটাই আমার প্রত্যাশা।’

 


আরো সংবাদ



premium cement