বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের আনন্দ মেলায় : ফেরদৌস-পূর্ণিমা
- বিনোদন প্রতিবেদক
- ২৬ এপ্রিল ২০২২, ০০:০০
ঈদ আসলেই বিটিভির বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’র জন্য দর্শক এখনো অধীর আগ্রহে অপেক্ষা করেন। কারণ ঈদ ‘আনন্দ মেলা’ই হচ্ছে দর্শকের জন্য বাড়তি ঈদ আনন্দ। চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা এর আগে বিটিভির ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানের তিনবার উপস্থাপনা করেছেন। এই নিয়ে চতুর্থবারের মতো তারা দু’জন উপস্থাপনা করলেন। তবে এবার তারা দু’জন বিটিভির চট্টগ্রাম কেন্দ্র’র জন্য উপস্থাপনা করেছেন। এরইমধ্যে চট্টগ্রামে পরপর দু’দিন তারা দু’জন শুটিংয়ে অংশ নিয়েছেন। এই প্রথমবার চটট্টগ্রাম কেন্দ্রের জন্য ‘আনন্দ মেলা’ নির্মিত হলো। জানা যায়, ফেরদৌস ও পূর্ণিমা প্রচণ্ড গরমে চট্টগ্রাম বন্দর পতেঙ্গা এসব এলাকায় শুটিং করেছেন। যদিও দু’জনেরই খুব কষ্ট হয়েছে। কিন্তু তারপরও নতুন একটি ইতিহাস সৃষ্টি করতেই তারা দু’জন চট্টগ্রাম কেন্দ্রের জন্য ‘আনন্দ মেলা’র শুটিংয়ে অংশ নিয়েছেন। ফেরদৌস তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘এটা সত্যি যে বাংলাদেশের কোনো তারকা জুটি এতবার আনন্দ মেলার উপস্থাপনা করেনি। কিন্তু আমি আর পূর্ণিমা করেছি। আমাদের সৌভাগ্য যে বাংলাদেশের প্রায় সবগুলো বড় ইভেন্টের উপস্থাপনা করেছি এবং দর্শকের ভালোবাসা পেয়েছি। এটা এক কথায় আমাদের জন্য অবশ্যই সৌভাগ্যের বিষয়। আর পূর্ণিমাও ভীষণ উপভোগ করেছে কাজটি। কারণ পূর্ণিমা চট্টগ্রামেরই মেয়ে। তার নিজের এলাকার জন্য ঈদ আনন্দ মেলা বিশেষভাবে নির্মিত হচ্ছে বিধায় তারও আন্তরিক অংশগ্রহণ ছিল। সব কিছু মিলিয়ে একটা ব্যতিক্রমধর্মী আনন্দ মেলায় আমরা দু’জন অংশগ্রহণ করতে পেরে ভীষণ খুশি। আশা করছি দর্শকের ভালো লাগবে। ফেরদৌস জানান, এই আনন্দ মেলায় পারফর্ম করেছেন চিত্রনায়িকা রোজিনা, গান গেয়েছেন নকীব খান, চট্টগ্রামের অনেক শিল্পী, মিস বাংলাদেশ তোসা, মিস্টার বাংলাদেশ ফাহিম, পাহাড়ী একটি ব্যাণ্ড দল গেয়েছে। আইয়ুব বাচ্চু স্মরণে নাটাই ব্যাণ্ড দল গান গেয়েছে। চিত্রনায়িকা কবরী, শাবানা, অঞ্জু ঘোষকেও ট্রিবিউট করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা