২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রকৃতিকে গুরুত্ব দিয়ে কানের পোস্টার

-

কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছে কর্তৃপক্ষ। যেখানে এবার গুরুত্ব পেয়েছে প্রকৃতি। অসীম নীল আকাশ। দিগন্তে চোখ রেখে সিঁড়ি বেয়ে উঠছে একজন মানুষ। তার এক হাত আকাশের পানে রাখা। মোটামুটি এভাবে বর্ণনা করা যায় পোস্টারকে। অ্যান্ড্রু নিকোলের চিত্রনাট্য ও পিটার উইয়ার পরিচালিত ‘দ্য ট্রুম্যান শো’ (১৯৯৮) ছবির একটি দৃশ্য দিয়ে সাজানো হয়েছে এটি। ১৯ এপ্রিল আয়োজকরা এই তথ্য জানিয়েছেন। অফিসিয়াল পোস্টারে স্থান পেয়েছেন হলিউড অভিনেতা জিম ক্যারি। তার অনবদ্য অভিনয়ের সুবাদে ট্রুম্যান চরিত্রটি দুই যুগ পরেও স্মরণীয়। ‘দ্য ট্রুম্যান শো’ ছবিতে ট্রুম্যান যেমন ঘুম থেকে উঠলে মিথ্যাকে এড়িয়ে যায়, তেমনি কানের বিখ্যাত লালগালিচায় হেঁটে প্রেক্ষাগৃহে ঢুকলে শিল্পীদের সততা দেখতে পায় সবাই।
কান উৎসবে লালগালিচার সামনে থাকা আশার সিঁড়ি চলচ্চিত্রের কলাকুশলীদের লাইমলাইটের দিকে এগিয়ে নিয়ে যায়। অফিসিয়াল পোস্টারে আছে সেই বার্তা। আয়োজকদের মতে, ‘কান উৎসব হলো মতপ্রকাশ ও স্বাধীনতার জন্য অদম্য অন্বেষণের একটি কাব্যিক উদযাপন।’ বর্তমান বিশ্বে জলবায়ু সঙ্কট, মানবিক বিপর্যয় এবং সশস্ত্র যুদ্ধসহ উদ্বেগের কারণ অনেক। তাই অফিসিয়াল পোস্টারে রাখা হয়েছে খোলা আকাশ। এর মাধ্যমে প্রকৃতির গুরুত্ব তুলে ধরতে চেয়েছে কান উৎসব কর্তৃপক্ষ। তারা মনে করে, চলচ্চিত্র শিল্প ও সিনেমা হলের মাধ্যমে মানুষের চিন্তাভাবনা এবং সমাজের পুনর্নবীকরণ ঘটে। তাই বন্ধুত্ব ও সর্বজনীন সৌহার্দ্যরে চেতনায় চিত্রগ্রহণের শৈল্পিক ছোঁয়ার বিবর্তনের স্বার্থে মানসম্পন্ন চলচ্চিত্র উপস্থাপন ও প্রদর্শন করাই তাদের উদ্দেশ্য।
আগামী ১৭ মে শুরু হবে ৭৫তম কান উৎসব। এবারের উদ্বোধনী ছবি নির্বাচিত হয়েছে ফ্রান্সের মিশেল আজানাভিসুসের জোম্বি কমেডি ‘ফাইনাল কাট’।

 


আরো সংবাদ



premium cement