‘কালো অধ্যায়’-এর শবনম পারভীন
- বিনোদন প্রতিবেদক
- ১৮ এপ্রিল ২০২২, ০০:০০
শবনম পারভীন, একাধারে একজন অভিনেত্রী, নাট্যকার এবং পরিচালক। তবে দর্শকের কাছে তিনি একজন গুণী অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত। সিনেমাতে অভিনয় করে তিনি যেমন দর্শকপ্রিয়তা পেয়েছেন, ঠিক তেমনি নাটকেও অভিনয় করেও তিনি দর্শকের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন। বিশেষত হুমায়ূন আহমেদের নাটক সিনেমায় অভিনয় করে তিনি বাংলাদেশের দর্শকের কাছে এক অন্যরকম অবস্থানে নিয়ে এসেছেন নিজেকে। নাটক নির্মাণেও তিনি বেশ অভিজ্ঞ। সর্বশেষ কিছুদিন আগে তিনি ‘আমি নায়িকা’ নামের একটি নাটক নির্মাণ করেছেন। তবে এরই মধ্যে আগামী ঈদের জন্য শবনম পারভীন তার নিজের রচনা ও পরিচালনায় নির্মাণ করেছেন ‘বেশ্যার মেয়ে’ নামের একটি নাটক। নাটকটিতে শবনম পারভীন নিজে অভিনয় করেছেন বেশ্যার চরিত্রে এবং তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী। এ ছাড়াও অভিনয় করেছেন স্বাধীন খসরু। শবনম পারভীন জানান, বাস্তব জীবনের আলোকে তিনি ‘বেশ্যার মেয়ে’ নাটকের গল্প রচনা করেছেন। যেহেতু তিনি নিজেই নাটকটি রচনা করেছেন, তাই তিনি নিজেই নাটকটি নির্মাণ করেছেন বেশ যতœ নিয়ে। এদিকে আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য মাতিয়া বানু শুকু রচিত ও পরিচালিত ‘কালো অধ্যায়’ নামক একটি নাটকে অভিনয় করেছেন শবনম পারভীন। নাটকের গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকে আরো অভিনয় করেছেন সালাহ উদ্দিন লাভলু, মিলন, রুমান রুনিসহ আরো অনেকে। দু’টি নাটকে অভিনয় প্রসঙ্গে শবনম পারভীন বলেন, ‘বেশ্যার মেয়ে’ নাটকটির গল্প এবং নির্মাণশৈলী দর্শকের মনকে নাড়া দেবে বলে আমার বিশ^াস। আমি নিজে এতে বেশ্যার চরিত্রে অভিনয় করে ভীষণ তৃপ্ত। একজন বেশ্যার মেয়ের চরিত্রে এলিনা শাম্মীও অসাধারণ অভিনয় করেছে। যথারীতি স্বাধীন খসরুও। আমার বিশ^াস এ নাটকটি দর্শকের মধ্যে সাড়া ফেলবে। আর মাতিয়া বানু শুকু একজন মেধাবী নাট্যকার এবং পরিচালক। তার নির্দেশনায় কালো অধ্যায় নাটকে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। এ নাটকটি নিয়েও আমি আশাবাদী।’ এদিকে আগামী ঈদে মাই টিভিতে ‘পাকের ঘর’ রান্নাবিষয়ক অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা যাবে শবনম পারভীনকে। এটি উপস্থাপনায় আছেন প্রিয়া। আগামী ঈদের দিনই অনুষ্ঠানটি মাই টিভিতে প্রচার হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা