রমজান উপলক্ষে রিয়েলিটি শো ‘সেরাদের সেরা’
- বিনোদন প্রতিবেদক
- ০৪ এপ্রিল ২০২২, ০০:০০
বৈশাখী টেলিভিশনে পয়লা রমজান থেকে শুরু হয়েছে ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত ‘সেরাদের সেরা’ অদম্য প্রতিভার সন্ধানে-২০২২। বৈশাখী টেলিভিশনে প্রচার হবে রমজান মাসজুড়ে বিকেল ৫টা ১০ থেকে ইফতারের পূর্ব পর্যন্ত। অনুষ্ঠানটি পরিচালানা ও প্রযোজনায় ন্যাশনাল মিডিয়া সেন্টারের চেয়ারম্যান এইচ এম বরকতুল্লাহ, উপস্থাপনায় থাকবেন মুফতি মুহাম্মদ হেদায়েতুল্লাহ। বাংলাদেশসহ বহির্বিশ্বের বিভিন্ন রিয়েলিটি শো/প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে, আল-কুরআন তিলাওয়াত, হামদ/না’ত/ইসলামী গান ও ইসলামিক নলেজ/ইসলামী জ্ঞান এর উপর ইতোপূর্বে যারা প্রথম থেকে পঞ্চম স্থান অধিকার করেছেন সেখান থেকে বাছাইপূর্বক মনোনীতদের নিয়েই এই মেগা রিয়েলিটি শো ‘সেরাদের সেরা’। অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতনামা জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্বরা, বিচারক, অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। ২৭ রমজান গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে হোটেল সোনারগাঁও বলরুমে। আল-কুরআন তিলাওয়াত ও হিফজুল কুরআন এ বিচারক থাকবেন, আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা (ইকরা)-এর চেয়ারম্যান আহমাদ বিন ইউসুফ আল আজহারী, মাও. মাহমুদুল হাসান আল আল মাদানী (উপধ্যক্ষ, জামেয়া কাশেমিয়া কামিল মাদরাসা, নরসিংদী) ও হাফেজ কারী মাও. রফিক আহমাদ ওসমানী (খতিব, সিভিল এভিয়েশন সেন্ট্রাল জামে মসজিদ)।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা