২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

দেশে আন্তর্জাতিক মানের বিজ্ঞাপন নির্মাণ হচ্ছে : সুইটি

-

একজন মডেল হিসেবেই মিডিয়াতে তানভীন সুইটি প্রথম বেশি আলোচনায় আসেন। আফজাল হোসেনের নির্দেশনায় ডায়মন্ড ব্যান্ড তেলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেই দর্শকের কাছে সমাদৃত হন তিনি। পরবর্তীতে আরো বহু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে তিনি প্রশংসিত হয়েছেন। তবে একসময় অভিনয়ে বেশি ব্যস্ত হয়ে উঠেন তানভীন সুইটি। দর্শকের কাছে মডেল সুইটির গ্রহণযোগ্যতা সবসময়ই একটু অন্যরকম ছিল। তাই বিজ্ঞাপনে কাজ করার প্রতি সুইটি সবসময়ই আগ্রহ প্রকাশ করেছেন। গেলো ঈদের আগে সুইটিকে নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে। পিপলুর নির্দেশনায় মুন্নু সিরামিকের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে তাকে। বিজ্ঞাপনটিতে সুইটির নান্দনিক উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে। বিরতির পর নতুন এই বিজ্ঞাপন দিয়ে আবারো আলোচনায় এসেছেন তিনি। দর্শক এবং সহকর্মীরা সুইটিকে ভিন্নভাবে বিজ্ঞাপনে মডেল হিসেবে উপস্থিতির প্রশংসাই করছেন। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, ‘এর আগে আমার যত দূর মনে পড়ে, নিরমার একটি বিজ্ঞাপনে দেশের বাইরে শুটিংয়ে অংশ নিয়েছিলাম। পিপলুর নির্দেশনায় ওই বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে আমার দেশের বাইরের কথাই বারবার মনে হচ্ছিল। কারণ আমাকে শুধু ক্যামেরার সামনে নিজেকে দাঁড় করানো ছাড়া আর কোনো কিছু নিয়েই ভাবতে হয়নি। পূর্ণ মনোযোগ দিয়ে কাজটি করতে পেরেছি বলেই কাজটির জন্য বেশ সাড়াও পাচ্ছি।

 


আরো সংবাদ



premium cement