যে অভিযোগে গাজা সম্পর্কিত ডকুমেন্টারি সরিয়ে নিয়েছে বিবিসি
- সাকিবুল হাসান
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বিবিসি সম্প্রতি তাদের আইপ্লেয়ার স্ট্রিমিং সেবার মাধ্যমে গাজা সম্পর্কিত একটি ডকুমেন্টারি সরিয়ে নিয়েছে, যেখানে ১৩ বছর বয়সী এক শিশু গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করছিল। তবে, এই ডকুমেন্টারিটির সঙ্গে একটি গুরুতর অভিযোগ উঠেছে-এই শিশুর বাবা হামাসের উপমন্ত্রী। এর ফলস্বরূপ, বিবিসি ডকুমেন্টারিটি সরিয়ে নিয়ে আরও তদন্ত শুরু করেছে।
ডকুমেন্টারিটির নাম ছিল ‘গাজা: হাউ টু সার্ভাইভ আ ওয়ার জোন’, এবং এটি ১৩ বছরের আবদুল্লাহ নামের একটি শিশুর দৃষ্টিকোণ থেকে গাজার যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেছিল। গুরুত্বপূর্ণ যে, আবদুল্লাহর বাবা হামাসের কৃষি মন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করছেন, কিন্তু এই সম্পর্ক সম্পর্কে বিবিসি জানতো না। ডকুমেন্টারিটি তৈরি করা প্রযোজনা প্রতিষ্ঠান এই বিষয়টি বিবিসিকে আগে জানায়নি।
ডকুমেন্টারিটি প্রথমে আইপ্লেয়ারে-এ উন্মোক্ত করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠলে বিবিসি তা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়। তারা জানায় যে, তারা আরো তদন্ত করবে এবং বিষয়টি সম্পর্কে পূর্ণ যাচাই-বাছাই করবে। বিবিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘গাজার শিশুদের অভিজ্ঞতা তুলে ধরার এই ডকুমেন্টারিটি গুরুত্বপূর্ণ ছিল, তবে বর্তমান পরিস্থিতিতে আমরা আরও তদন্ত করব।’
এ ঘটনার পর, সংস্কৃতি সচিব লিসা ন্যান্ডি বিষয়টি নিয়ে বিবিসির সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন এবং তিনি বিবিসির ডিরেক্টর জেনারেল ও চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করবেন, বিশেষ করে প্রোগ্রামে যারা যুক্ত হয়েছিল তাদের নির্বাচন নিয়ে। তার সঙ্গে আরও কিছু টেলিভিশন ব্যক্তিত্বও বিবিসি থেকে একটি স্বতন্ত্র তদন্ত দাবি করেছেন। তাদের মতে, প্রোগ্রামটির পুনঃপ্রচার এবং আইপ্লেয়ার থেকে তা সরিয়ে নেয়া উচিত এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত ক্লিপগুলোও মুছে ফেলা উচিত, যতক্ষণ না একটি স্বাধীন তদন্ত শেষ হয় এবং তার ফলাফল প্রকাশিত হয়।
বিবিসি প্রথমে প্রোগ্রামটি আইপ্লেয়ারে রেখে একটি সতর্কবার্তা যোগ করেছিল, যেখানে বলা হয়েছিল, ‘এই ছবির উপস্থাপক ১৩ বছরের আবদুল্লাহ, যার বাবা হামাস-নিয়ন্ত্রিত গাজা সরকারের কৃষি মন্ত্রী হিসেবে কাজ করেছেন। প্রযোজনা দল আবদুল্লাহর সঙ্গে সম্পূর্ণ সম্পাদনা নিয়ন্ত্রণে ছিল।’
এখনো পর্যন্ত, প্রযোজনা প্রতিষ্ঠান হোইও ফিল্মস এই বিষয়ে কোন মন্তব্য করেনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা