২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

৩০ বছর পর বইমেলায় আরফানের বই

-

দর্শকপ্রিয় অভিনেতা আরফান আহমেদ’র লেখা দ্বিতীয় কোনো বই এবারের বইমেলায় প্রকাশ পেলো। আজ থেকে ত্রিশ বছরেরও বেশি সময় আগে আরফান ও তার মেজ বোনে শিউলী’র লেখা প্রথম কবিতার বই ‘বিদ্রোহ প্রেম’ প্রকাশ পায়। এরপর আর আরফানের বই লেখার কোনো সুযোগ হয়ে উঠেনি, আর ইচ্ছেও করেনি। দীর্ঘদিন পর অবশেষে এবারের বইমেলায় তার স্মৃতিচারণ মূলক একটি বই এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘আমার একটু কথা ছিলো’। গত একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন একুশে গ্রন্থ মেলায় আরফানের বইটির মোড়ক উন্মোচন করেন নন্দিত দুই নাট্য পরিচালক সালাহ উদ্দিন লাভলু ও সৈয়দ শাকিল। মূলত আরফানের এই বইটি তার দীর্ঘদিনের অভিনয় জীবনের সাথে নানান সময়ে সম্পৃক্ত থাকা অভিনয়শিল্পী, নির্মাতাদের নিয়ে। এছাড়াও আরো যাদের ভূমিকা রয়েছে তার আজকের আরফান আহমেদ হয়ে উঠার ক্ষেত্রে তাদের নিয়েও আলোচনা করা হয়েছে এই বইটিতে। তবে এক খ-েই আলোচনা শেষ হবার নয় বিধায় কয়েক খ-ে আগামীতেও বইটি প্রকাশ পাবে বলে জানান আরফান। প্রথম খ-ে বিশেষত যাদের নিয়ে আরফান লিখেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সুবর্ণা মুস্তাফা, সালাহ উদ্দিন লাভলু, হানিফ সংকেত, জাহিদ হাসান, তৌকীর আহমেদ, মাহফুজ আহমেদ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, জয়া আহসান, জাকিয়া বারী মম’সহ আরো অনেকে। আরফান আহমেদ বলেন,‘ সত্যি বলতে কী প্রথম খ-ে সবাইকে নিয়ে লেখা সম্ভব হয়নি। তবে আগামী খ-গুলোতে একে একে সবার কথাই আসবে। পাঠকদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে বইমেলার ৩৪৬ থেকে ৩৪৯ পযন্ত স্টলে এসে আমার লেখা বইটি সংগ্রহ করার জন্য। আমার বিশ^াস একটু ব্যতিক্রম ঘরানার লেখা এই বইটি পাঠকের ভালোলাগবে।’। আরফান আহমেদ অভিনীত সৈয়দ শাকিল পরিচালিত ‘বোকা পরিবার’ ও সঞ্জিত সরকার পরিচালিত ‘চিটার অ্যা- জেন্টলম্যান’ আরটিভিতে প্রচার হচ্ছে। এছাড়াও আকাশ রঞ্জন পরিচালিত ‘রসের হাড়ি’ বৈশাখী টিভিতে, যুবরাজ খান পরিচালিত ‘ফুলবাহার’ দীপ্ত টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে। শিগগিরই প্রচারে আসছে সালাহ উদ্দিন লাভলু পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফুল গাঁও’ ধারাবাহিকটি। ৩ মার্চ জন্ম নেয়া আরফানের লেখা ‘আমার একটু কথা ছিলো’ বইটি উৎসর্গ করা হয়েছে তার মা রাশেদা আক্তার ও তার স্ত্রী শিথিল গোমেজ, দুই কন্যা শার্লিন, আর্লিন’কে।


আরো সংবাদ



premium cement
পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মধ্যরাতে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণালঙ্কার ছিনতাই পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ

সকল