২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

এক বছর পর মঞ্চে মৌ

এক বছর পর মঞ্চে মৌ -

একজন অভিনেত্রী হিসেবেই দর্শক তাকে চেনেন জানেন। তবে অভিনয়ের চেয়ে ভালোলাগা ভালোবাসাটা একটু বেশি নাচের প্রতি। যে কারণে সুযোগ পেলে নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি প্রবল আগ্রহ নিয়ে। যে কারণে আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিটিভিতে প্রচারের জন্য ‘একুশের বিশেষ নৃত্যানুষ্ঠান’-এ নৃত্য পরিবেশন করতে দেখা যাবে অভিনেত্রী, নৃত্যশিল্পী তাহমিনা সুলতানা মৌকে। নির্দেশনায় আছেন দীপা খন্দকার। এদিকে এক বছর পর মঞ্চে অভিনয়ের ফিরছেন মৌ। একসময় ‘সুবচন’ এবং ‘বটতলা’ নাট্যদলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। তবে নানা ব্যস্ততার কারণে দীর্ঘদিন মঞ্চে সময় দেয়া হয়নি। এবার শূন্যন রেপার্টরি থিয়েটারের চতুর্থ প্রযোজনা ‘আত্মজয়’ নাটকের মাধ্যমে আবারও মঞ্চে ফিরছেন মৌ। নাটকটি রচনা করেছেন মোমেনা চৌধুরী, নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। মৌকে প্রায় এক বছর আগে মঞ্চ নাটক ‘সূচনা’তে অভিনয় করতে দেখা যায়। ‘মুক্তি নাট্যোৎসব’-এ সূচনা’ নাটকটি প্রদর্শিত হয়েছিলো। আবুল হায়াত রচিত এ নাটকের নির্দেশনা দিয়েছিলেন রহমত আলী। মৌ সূচনা’ নাটকে তানিয়া চরিত্রে অভিনয় করেছিলেন। আবারো প্রায় এক বছর পর মঞ্চে অভিনয় করা প্রসঙ্গে মৌ বলেন, ‘মঞ্চে আসলে সবসময়ই অভিনয় করতে ইচ্ছে করে। কিন্তু সবমিলিয়ে মঞ্চের জন্য সময় বের করাটাই আসলে কঠিন হয়ে যায়। তবে অনেক দিন পর মঞ্চে আবারো অভিনয় করব ভেবেই ভালোলাগছে। কারণ মঞ্চে আমি আমার নিজেকে খুঁজে পাই। টিভি নাটকে অভিনয় করি পেশাগত কারণেই। তবে অভিনয়ের প্রেমটা আসলে মঞ্চ নাটকেই। একজন সত্যিকারের অভিনেত্রী হয়ে ওঠার ক্ষেত্রে মঞ্চ চর্চাটা ভীষণ জরুরি। ধন্যবাদ মোমেনা আপাকে। ধন্যবাদ আত্মজয় নাটকের নির্দেশককে। আশা করছি আত্মজয় দর্শকের বিশেষত মঞ্চপ্রেমী দর্শকের ভীষণ ভালোলাগবে।’ মৌয়ের বাবাও মঞ্চ নাটকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বাবার কারণেই মৌয়ের থিয়েটারের প্রতি ভালোবাসা তৈরি হয়। মৌ শামীম আরা নীপা ও শিবলী মহম্মদের কাছে নাচ শিখেছেন। ১৯৯৯ সালে মোস্তফা সরয়ার ফারুকীর নাটক ‘চোর চোর’-এর মাধ্যমে পেশাদার অভিনয়শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন মৌ। উল্লেখ্য, ‘আত্মজয়’ একটি মানসিক দ্বন্দ্ব, জীবনের কঠিন বাস্তবতা এবং আত্মপ্রত্যয়ের গল্প। নাটকটি দ্বীপ ও মমতাজ নামের দুই চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মৌ নিয়মিত অভিনয় করছেন সনজিত সরকারের ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’, কায়সার আহমেদের ‘গোলমাল’ ধারাবাহিক নাটকে।


আরো সংবাদ



premium cement
জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়তে বাকৃবির নতুন গবেষণা ২ ইসরাইলির বিনিময়ে মুক্তি পেল ৬০২ ফিলিস্তিনি আগামী সপ্তাহে ৫৪০০ প্রবেশনারি কর্মীকে ছাঁটাই শুরু করবে পেন্টাগন সৈয়দপুরে ব্যাটারিচালিত ভ্যানের চাকায় শাড়ি পেচিয়ে নারীর মৃত্যু জুনের মধ্যে সব হিসাবরক্ষণ অফিসে চালু হবে এভিএস সিস্টেম গলাচিপায় পাটখড়ি গুদামে আগুন ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামত করাই বিএনপি লক্ষ্য : তারেক রহমান আওয়ামী দুঃশাসনের অবসানের পর দেশের মানুষ এখন মুক্ত ভিসা প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধে পদক্ষেপ নিয়েছে ইতালি দূতাবাস পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি শিশু নিহত বিইউপিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সকল