ভালোবাসার মাসে স্বর্ণলতার ‘ভাল্লাগেনা’
- বিনোদন প্রতিবেদক
- ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শুরু হলো ভালোবাসার মাস। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ^ ভালোবাসা দিবস। আর ভালোবাসার মাসের শুরুতেই প্রচারে এলো সময়ের দর্শকপ্রিয় নন্দিত অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘ভাল্লাগেনা’। এই ধারাবাহিকের প্রধান দু’টি চরিত্রের একটিতে অভিনয় করছেন তিনি। বৈশাখী টিভিতে প্রচার শুরু হয় ‘ভাল্লাগেনা’ ধারাবাহিকটি। প্রথম পর্বের ১৪ মিনিটের মাথায় স্ক্রিনে আসেন স্বর্ণলতা দেবনাথ। এর পর থেকেই এই নাটকে অভিনয়ের জন্য শুরু থেকেই স্বর্ণলতা দেবনাথ বেশ সাড়া পেয়ে আসছেন। কোনো ধারাবাহিকের প্রধান দু’টি চরিত্রের একটিতে এবারই তার প্রথম করা। যে কারণে এই ধারাবাহিকটি নিয়ে শুরু থেকেই ভীষণ উচ্ছ্বসিত ছিলেন তিনি। জাকির হোসেন উজ্জ্বলের রচনা ও হানিফ খানের পরিচালনায় ‘ভাল্লাগেনা’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে স্বর্ণলতা দেবনাথ বলেন, ‘ভাল্লাগেনা আমার নতুন বছরের প্রচারে আসা প্রথম কোনো ধারাবাহিক নাটক। ভালোবাসার মাসেই প্রচার শুরু হলো এই নাটকটি। নাটকটির গল্প কিছুটা কেমেডি ঘরানার। তবে সব মিলিয়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কারণ পরিচালক, সহশিল্পী থেকে শুরু করে সবাই ভীষণ আন্তরিক। প্রত্যেকের আন্তরিক অংশগ্রহণে, সহযোগিতায় নাটকটি নির্মাতা বেশ যতœ নিয়ে নির্মাণ করতে পেরেছেন। আমি তো অভিনয়ে আগের চেয়ে এখন অনেক বেশি সিরিয়াস। অভিনয় ছাড়া আর কোনো কিছু নিয়েই ভাবি না বা ভাবার সময়ও পাই না। যে কারণে শুটিং সেটে গেলে স্ক্রিপ্ট হাতে নিয়ে তা পড়তেই আমার ভালো লাগে। কারণ তাতে চরিত্রটিও উপলব্ধি করা যায়। মন দিয়ে অভিনয়টাও করা যায়। ভাল্লাগেনা প্রচারের শুরু থেকেই আমি আমার চরিত্রটির জন্য বেশ ভালো সাড়া পেয়ে আসছি।’ পুষ্পিতা ভিজ্যুয়ালসের প্রযোজনায় নির্মিত ‘ভাল্লøাগেনা’ ধারাবাহিকটি প্রতি শনি, রবি ও সোমবার রাত সাড়ে ৮টায় বৈশাখী টিভিতে প্রচার হয়। এরপর তা ইউটিউবে চলে আসে। এদিকে এরই মধ্যে স্বর্ণলতা দেবনাথ আরটিভিতে প্রচার চলতি দীর্ঘ ধারাবাহিক কায়সার আহমেদ পরিচালিত ‘গোলমাল’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন। গত বছরের শেষপ্রান্তে দীপ্ত টিভিতে প্রচার শেষ হলো সাম্প্রতিক সময়ে তার অভিনীত আলোচিত দীর্ঘ ধারাবাহিক নাটক ‘বকুলপুর’।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা