০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

গ্র্যামি ২০২৫: প্রথমবার বর্ষসেরা অ্যালবাম পুরস্কার জিতলেন বিয়ন্সে

গ্র্যামি ২০২৫ প্রথমবার বর্ষসেরা অ্যালবাম পুরস্কার জিতলেন বিয়ন্সে -


বিয়ন্সে ‘কাউবয় কার্টার’ অ্যালবামটির জন্য বর্ষসেরা অ্যালবাম পুরস্কার জিতলেন, যা তাকে গ্র্যামির সর্বোচ্চ সম্মান এনে দিলো। এই পুরস্কারটি বিয়ন্সে তার ক্যারিয়ারে প্রথমবারের মতো পেলেন। তিনি গ্র্যামির ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কৃত এবং মনোনীত শিল্পী, কিন্তু এ পর্যন্ত চারবার এই পুরস্কারের জন্য মনোনীত হলেও কখনো জিততে পারেননি।
বিয়ন্সে ‘কাউবয় কার্টার’ অ্যালবামটি জিতেই একুশ শতকে প্রথম আফ্রিকান-আমেরিকান নারী হিসেবে বর্ষসেরা অ্যালবাম পুরস্কার জয় করেন। এর আগে লরিন হিল ২৬ বছর আগে ‘দ্য মিসএডুকেশন অব লরিন হিল’ অ্যালবামের মাধ্যমে এই পুরস্কারটি জিতেছিলেন। এর পরেও নাটালি কোল ও হুইটনি হিউস্টন এই সম্মান লাভ করেছিলেন, যার ফলে বিয়ন্সে হলেন গ্র্যামির ইতিহাসে বর্ষসেরা অ্যালবাম পুরস্কার জয়ী চতুর্থ আফ্রিকান-আমেরিকান নারী।
পুরস্কারটি লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের সদস্যদের হাতে তুলে দেন। এই ছিল গ্র্যামি অনুষ্ঠানের একাধিক শ্রদ্ধাঞ্জলি, যেখানে সম্প্রতি ক্যালিফোর্নিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের প্রতি সম্মান জানানো হয়েছে।

বিয়ন্সে তার বক্তৃতায় বলেন, ‘এটি অনেক, অনেক বছরের পর। আমি এই পুরস্কারটি মিস মার্টেলকে উৎসর্গ করতে চাই’ তিনি উল্লেখ করেন লিন্ডা মার্টেলের কথা, যিনি গ্র্যান্ড ওল ওপরিতে পারফর্ম করা প্রথম আফ্রিকান-আমেরিকান নারী।
কেন্ড্রিক ল্যামারের সাফল্য : কেন্ড্রিক ল্যামার ‘নট লাইক আস’ গানের জন্য বর্ষসেরা গানের পুরস্কার এবং বর্ষসেরা রেকর্ডিং পুরস্কার জিতেছেন। তিনি তার পুরস্কারটি লস অ্যাঞ্জেলেস শহর এবং তার বিভিন্ন পাড়াকে উৎসর্গ করেন। তার এই গানটি হিপ হপ ধাঁচে দ্বিতীয় গান হিসেবে রেকর্ডিং এবং গানের পুরস্কার জিতল, এর আগে চাইল্ডিশ গাম্বিনোর ‘থিস ইজ আমেরিকা’ এই সম্মান অর্জন করেছিল।

দ্য উইকেন্ডের গ্র্যামির প্রতি ফিরে আসা : দ্য উইকেন্ড তার পূর্বের বিরোধ সত্ত্বেও গ্র্যামি পুরস্কারের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করেন এবং তিনি ‘ক্রাই ফর মি’ এবং ‘টাইমলেস’ গানগুলোর জন্য পারফর্ম করেন। গ্র্যামি সংগঠনের প্রতি তার ক্ষোভের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা রেকর্ডিং একাডেমির সিইও হার্ভি মেসন জুনিয়র উল্লেখ করেছেন।
চ্যাপেল রোয়ন এবং শিল্পী সমালোচনা : চ্যাপেল রোয়ন সেরা নতুন শিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছেন। তিনি তার বক্তৃতায় বড় কোম্পানির সঙ্গীত শিল্পীদের উদ্দেশে বলেন, ‘উন্নয়নশীল শিল্পীদের জন্য জীবিত মজুরি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন।’ তিনি তার জীবনের কিছু গল্প তুলে ধরেন, যেখানে তিনি নাবালিকা অবস্থায় সাইনিং করেছিলেন, কিন্তু পরবর্তীতে করোনা ভাইরাস মহামারীর সময় চাকরি খুঁজে পাননি এবং স্বাস্থ্যসেবা ছিল না।

বিয়ন্সে এবং চ্যাপেল রোয়নের দেশীয় সঙ্গীত মেজাজ : এ ছাড়া টেলর সুইফট বিয়ন্সেকে বর্ষসেরা কান্ট্রি অ্যালবাম পুরস্কার প্রদান করেন এবং বিয়ন্সে প্রথম আফ্রিকান-আমেরিকান নারী হিসেবে এই পুরস্কারটি জয় করেন। বক্তৃতায় তিনি বলেন, ‘জেনর একটি ঠাণ্ডা শব্দ, যা আমাদের শিল্পী হিসেবে জায়গা থেকে সরিয়ে রাখতে ব্যবহৃত হয়।’
এ ছাড়া চ্যাপেল রোয়ন তার জনপ্রিয় গান ‘পিংক পোনি ক্লাব’ পারফর্ম করেন, যেখানে তিনি একটি বড় গোলাপি ঘোড়ার উপরে উঠে গানটি পরিবেশন করেন এবং তার সাথে ছিল নাচের দল।

লস অ্যাঞ্জেলেস দাবানলের প্রতি শ্রদ্ধাঞ্জলি : গ্র্যামি ২০২৫-এর অনুষ্ঠানটি ২ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ৩ ফেব্রুয়ারি সকাল ৮টা) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হয়। এটি ছিল ২২তম বারের মতো গ্র্যামি আয়োজনের স্থান, যেখানে সঙ্গীতের সেরা শিল্পীরা একত্রিত হন। এই বছরের গ্র্যামি অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়ার দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং বন্যায় ক্ষতিগ্রস্ত অগ্নিনির্বাপক কর্মীদের সম্মান জানাতে অনুষ্ঠানটির বিশেষ গুরুত্ব ছিল।
গ্র্যামি ২০২৫-এর অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসের দাবানলে ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ট্রেভর নোয়া তার উদ্বোধনী বক্তব্যে শহরের অভ্যন্তরীণ শক্তি ও সামাজিক ঐক্য তুলে ধরেন। এ ছাড়া অনুষ্ঠান চলাকালীন দর্শকরা সাত মিলিয়ন ডলার সাহায্য সংগ্রহ করেন দাবানল ত্রাণ কাজের জন্য।
বিলি আইলিশ এবং তার ভাই ফিনিয়াস গ্র্যামি মঞ্চে ‘বার্ডস অব আ ফেদার’ গানটি পরিবেশন করেন এবং শেষে বিলি বলেন, ‘আমরা তোমাদের ভালোবাসি, লস অ্যাঞ্জেলেস।’
গ্র্যামি ২০২৫ ছিল এক ঐতিহাসিক রাত, যেখানে বিয়ন্সে, কেন্ড্রিক ল্যামার এবং চ্যাপেল রোয়ন তাদের মাইলফলক অর্জন করেছেন এবং লস অ্যাঞ্জেলেস শহরের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন যারা
বিশ্ব সঙ্গীতাঙ্গনের অন্যতম সম্মানসূচক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডস। ৬৭তম আসরে ৯৪টি বিভাগে গ্র্যামির মনোনয়ন ঘোষণা করা হয়েছিল।
গ্র্যামি মনোনয়নে রেকর্ড গড়েন বিয়ন্সে। সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছিলেন তিনি। তাই সবার চোখ ছিল গায়িকার দিকেই। কিন্তু মূল পুরস্কার অনুষ্ঠানে বিয়ন্সেকে ছাড়িয়ে যান কেনড্রিক লামার। তাতে অবশ্য, বিয়ন্সের রেকর্ড আটকায়নি। চলুন জেনে নিই, উল্লেখযোগ্য বিভাগে কারা পেলেন এবারের পুরস্কার-
যারা পেলেন :

অ্যালবাম অব দ্য ইয়ার : কাউবয় কার্টার (বিয়ন্সে)
রেকর্ড অব দ্য ইয়ার : নট লাইক আস (কেন্ড্রিক লামার)
সং অব দ্য ইয়ার : নট লাইক আস (কেন্ড্রিক লামার)
বেস্ট পপ সলো পারফরম্যান্স : সাবরিনা কার্পেন্টার (এসপ্রেসো)
বেস্ট পপ গ্রুপ পারফরম্যান্স : লেডি গাগা ও ব্রুনো মার্স (ডাই উইথ আ স্মাইল)
বেস্ট পপ ভোকাল অ্যালবাম : শর্ট অ্যান্ড সুইট (সাবরিনা কার্পেন্টার)
বেস্ট নিউ আর্টিস্ট : চ্যাপেল রোয়ান
বেস্ট ড্যান্স : জাস্টিস অ্যান্ড টেম ইমপালা (নেভেরেন্ডার)
বেস্ট পপ ড্যান্স রেকর্ডিং : ফোন ডাচ (চার্লি এক্সসিএক্স)

বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক মিউজিক অ্যালবাম : ব্রাট (চার্লি এক্সসিএক্স) বেস্ট রক পারফরম্যান্স : দ্য বিটলস (নাউ অ্যান্ড দেন)
বেস্ট মেটাল পারফরম্যান্স : গোজিরা, মারিনা ভিত্তই, ভিক্টর লে মাসনে (মিয়া কুলপা)
বেস্ট রক সং : সেন্ট ভিনসেন্ট (ব্রোকেন ম্যান)
বেস্ট রক অ্যালবাম : দ্য রোলিং স্টোনস (হ্যাকনি ডায়মন্ডস) বেস্ট র‌্যাপ পারফরম্যান্স : কেন্ড্রিক লামার (নট লাইক আস)
বেস্ট র‌্যাপ অ্যালবাম : অ্যালিগেটর বাইট নেভার হিল (দোয়েচি)
বেস্ট মেলডিক র‌্যাপ পারফরম্যান্স : র‌্যাপসোডি অ্যান্ড এরিকা বাদু (৩:এএম) বেস্ট কান্ট্রি সং : ক্যাসি মাসগ্রেভস (আর্কিটেক্ট)
বেস্ট কান্ট্রি অ্যালবাম : কাউবয় কার্টার (বিয়ন্সে)
বেস্ট মিউজিক ভিডিও : নট লাইক আস (কেন্ড্রিক লামার)
বেস্ট মিউজিক ফিল্ম : আমেরিকান সিম্ফনি
তথ্য সূত্র : সিএনএন, বিবিসি, এবিসি নিউজ

 


আরো সংবাদ



premium cement
লায়লাকে হত্যাচেষ্টা মামলায় প্রিন্স মামুনের বিচার শুরু বাংলাবান্ধা দিয়ে ভারত থেকে ১২৫ টন আতপ চাল আমদানি সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ফকিরহাটে নারীর লাশ উদ্ধার ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় দাওয়াত সম্প্রসারণ করতে হবে : মোহাম্মদ সেলিম উদ্দিন ওয়াশিংটনে বিমান দুর্ঘটনায় নিহতদের ২৮ জন ফিগার স্কেটিং দলের সদস্য সামুদ্রিক পরিবহন থেকে কার্বন নিঃসরণের মাত্রা কমাতে হবে : ইউ অ্যাজেন্সি পরশুরামে যুবলীগ নেতাকে পুলিশে দিল বৈষম্যবিরোধী ছাত্ররা স্বাস্থ্যখাতে সংস্কার প্রস্তাবনা দিলো বিএনপি কৃষক বাবার পক্ষে আহত জুয়েলের চিকিৎসা ব্যয় মেটানো আর সম্ভব হচ্ছে না চীন অগ্রহণযোগ্যভাবে খাল নিয়ন্ত্রণ করছে : পানামাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সকল