আগেও একই কাণ্ড করেছিলেন উদিত নারায়ণ
- বিনোদন প্রতিবেদক
- ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
প্রবীণ গায়ক উদিত নারায়ণ আবারো সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি মঞ্চে এক নারী ভক্তের ঠোঁটে চুমু দেয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর, নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ভিডিওতে দেখা যায়, উদিত নারায়ণ একজন নারী ভক্তকে চুমু দেন, যা নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। তবে নতুন এই ঘটনা শুধু নয়- উদিত নারায়ণ এর আগেও এমন একই কাণ্ড করেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে পুরনো ভিডিওগুলোও এখন ভাইরাল। একটি ভিডিওতে দেখা যায়, উদিত নারায়ণ এক রিয়েলিটি শো-এ অলকা ইয়াগনিকের সাথে গান গাইছিলেন। হঠাৎ করে, উদিত অলকার কানের কাছে গিয়ে গান গাইতে গাইতে তার গালে চুমু দেন। এতে অলকা কিছুটা অপ্রস্তুত হয়ে সরে যান। আরেকটি ভিডিওতে দেখা যায়, একই অনুষ্ঠানে উদিত অলকাকে সরাসরি চুমু দেন, যা দেখে তিনি বিরক্ত হয়ে যান।
এ ছাড়া কয়েক বছর আগে, শ্রেয়া ঘোষাল যখন মঞ্চে পুরস্কার নিতে উঠেছিলেন, তখন উদিত নারায়ণ তাকে জড়িয়ে ধরে চুমু দেন। এই ঘটনায় শ্রেয়া কিছুটা অপ্রস্তুত হলেও, হাসিমুখে পরিস্থিতি সামাল দেন।
এভাবে উদিত নারায়ণের পুরনো সব চুমুকাণ্ড নেট দুনিয়ায় এখন নতুন করে আলোচনায় এসেছে। নেটিজেনরা তার আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এবং ভারতের ঐতিহ্যবাহী সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে প্রশ্ন তুলছেন। উদিত নারায়ণের বন্ধু অভিজিৎ ভট্টাচার্য রসিকতা করে তাকে ‘খেলোয়াড়’ তকমাও দিয়েছেন।
এই ঘটনায় উদিত নারায়ণের আচরণ নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে এবং অনেকেই তার এই ধরনের কাণ্ডকে ‘অপেশাদার’ বলে মনে করছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা