০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

আগেও একই কাণ্ড করেছিলেন উদিত নারায়ণ

-

প্রবীণ গায়ক উদিত নারায়ণ আবারো সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি মঞ্চে এক নারী ভক্তের ঠোঁটে চুমু দেয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর, নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ভিডিওতে দেখা যায়, উদিত নারায়ণ একজন নারী ভক্তকে চুমু দেন, যা নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। তবে নতুন এই ঘটনা শুধু নয়- উদিত নারায়ণ এর আগেও এমন একই কাণ্ড করেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে পুরনো ভিডিওগুলোও এখন ভাইরাল। একটি ভিডিওতে দেখা যায়, উদিত নারায়ণ এক রিয়েলিটি শো-এ অলকা ইয়াগনিকের সাথে গান গাইছিলেন। হঠাৎ করে, উদিত অলকার কানের কাছে গিয়ে গান গাইতে গাইতে তার গালে চুমু দেন। এতে অলকা কিছুটা অপ্রস্তুত হয়ে সরে যান। আরেকটি ভিডিওতে দেখা যায়, একই অনুষ্ঠানে উদিত অলকাকে সরাসরি চুমু দেন, যা দেখে তিনি বিরক্ত হয়ে যান।

এ ছাড়া কয়েক বছর আগে, শ্রেয়া ঘোষাল যখন মঞ্চে পুরস্কার নিতে উঠেছিলেন, তখন উদিত নারায়ণ তাকে জড়িয়ে ধরে চুমু দেন। এই ঘটনায় শ্রেয়া কিছুটা অপ্রস্তুত হলেও, হাসিমুখে পরিস্থিতি সামাল দেন।
এভাবে উদিত নারায়ণের পুরনো সব চুমুকাণ্ড নেট দুনিয়ায় এখন নতুন করে আলোচনায় এসেছে। নেটিজেনরা তার আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এবং ভারতের ঐতিহ্যবাহী সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে প্রশ্ন তুলছেন। উদিত নারায়ণের বন্ধু অভিজিৎ ভট্টাচার্য রসিকতা করে তাকে ‘খেলোয়াড়’ তকমাও দিয়েছেন।
এই ঘটনায় উদিত নারায়ণের আচরণ নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে এবং অনেকেই তার এই ধরনের কাণ্ডকে ‘অপেশাদার’ বলে মনে করছেন।


আরো সংবাদ



premium cement
রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল লায়লাকে হত্যাচেষ্টা মামলায় প্রিন্স মামুনের বিচার শুরু বাংলাবান্ধা দিয়ে ভারত থেকে ১২৫ টন আতপ চাল আমদানি সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ফকিরহাটে নারীর লাশ উদ্ধার ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় দাওয়াত সম্প্রসারণ করতে হবে : মোহাম্মদ সেলিম উদ্দিন ওয়াশিংটনে বিমান দুর্ঘটনায় নিহতদের ২৮ জন ফিগার স্কেটিং দলের সদস্য সামুদ্রিক পরিবহন থেকে কার্বন নিঃসরণের মাত্রা কমাতে হবে : ইউ অ্যাজেন্সি পরশুরামে যুবলীগ নেতাকে পুলিশে দিল বৈষম্যবিরোধী ছাত্ররা স্বাস্থ্যখাতে সংস্কার প্রস্তাবনা দিলো বিএনপি কৃষক বাবার পক্ষে আহত জুয়েলের চিকিৎসা ব্যয় মেটানো আর সম্ভব হচ্ছে না

সকল