আইসিইউতে দুই কিংবদন্তি
- বিনোদন প্রতিবেদক
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
গত এক সপ্তাহে সঙ্গীতপ্রেমীরা দেশের দুই বরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমীন এবং ফরিদা পারভীনের অসুস্থতার খবর শুনে উদ্বিগ্ন। ৩১ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমীন : আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান পরিবেশনকালে অসুস্থ হয়ে পড়েন সাবিনা ইয়াসমীন। তিনি হঠাৎই ভার্টিগো সমস্যায় আক্রান্ত হন, মঞ্চে গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়েন এবং মাইক্রোফোন স্ট্যান্ড ধরে ভারসাম্য বজায় রাখতে না পেরে পড়ে যান। দ্রুত তাকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার উন্নতি ঘটে। তবে, পরে তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে নিশ্চিত করেন প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কন্যা সঙ্গীতশিল্পী দীঠি আনোয়ার। এদিকে, ১ ফেব্রুয়ারি খবর আসে আরেক সঙ্গীত কিংবদন্তি ফরিদা পারভীনের শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে। তাকে তীব্র শ্বাসকষ্টের কারণে ইউনিভার্সেল মেডিকেল কলেজে আইসিইউতে রাখা হয়েছে। তার ফুসফুসে পানি জমেছে এবং কিছু অন্যান্য জটিলতা রয়েছে, যার কারণে চিকিৎসকরা ডায়ালাইসিসের পরামর্শ দিয়েছেন। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সঙ্গীত গাওয়ার মাধ্যমে সঙ্গীত জগতে পা রাখেন ফরিদা পারভীন। তিনি ১৯৮৭ সালে একুশে পদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। এই দুই কিংবদন্তি শিল্পীর অসুস্থতার খবর সঙ্গীতপ্রেমীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সবাই তাদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা