০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

অমর একুশে বইমেলায় শোবিজ তারকাদের নতুন বই

-

গতকাল ১ ফেব্রুয়ারি। শুরু হয়েছে অমর একুশে বইমেলা। এদিন মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কয়েকজন তারকার নতুন বই। এবারের একুশে বইমেলায় তুলে ধরা হবে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের নানা দিক। থাকছে জুলাই চত্বরও। এদিকে, নাশকতার শঙ্কা না থাকলেও মেলার নিরাপত্তা ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বইমেলায় এবার বাড়ানো হয়েছে স্টল সংখ্যা। মানসম্পন্ন বইয়ের দিকে দেওয়া হচ্ছে গুরুত্ব। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এদিকে, প্রতি বছরের মতো এবারের মেলায়ও থাকছে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের বই, যেগুলোর প্রতি বরাবরই পাঠকদের থাকে অন্যরকম আগ্রহ। বরাবরের মতো এবারও একই ধারাবাহিকতা বজায় রেখেছেন তারা। এবারের বইমেলায় থাকছে সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর একটি বই ‘ফাহমিদা নবীর ডায়েরি’। নতুন এ বইটি প্রকাশ করতে যাচ্ছে শব্দশিল্প প্রকাশনী, যার প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। বইটি নিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন, যেখানে লিখেছেন, ‘ছোটবেলা থেকেই আমার বাবার লেখা, কথার ভঙ্গি, গান গাইবার অনুভব আমাকে অনুপ্রাণিত করত। আম্মাকে দেখতাম বই পড়তে, ডায়েরি লিখতে। খুব ভালো লাগত। আমিও লেখার চেষ্টা করতাম, করছি।’ এরপর জীবনের নানান অভিজ্ঞতা নিয়ে লেখা এ বইটি সম্পর্কে ফাহমিদা নবী আরও লিখেছেন, ‘গানের গভীরতায় জীবনবোধ আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবনদর্শনের বাইরে নয়। তাই যা দেখি তাই নিজের মতো করে লিখি, ভাবনাগুলো নিয়ে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর লিখে ফেলি উপলব্ধি। চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতা, উপলব্ধি, অনুভব ও অনুধাবনের মাধ্যমে তুলে ধরি।’
এদিকে, ২০২৪ সালের শেষ দিকে প্রকাশিত হয়েছে বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ’। নতুন এ বইটি পাওয়া যাবে এবারের বইমেলায়। এ বইয়ে তার অভিনয় ও ব্যক্তিজীবন তুলে ধরা হয়েছে। আবুল হায়াতের আত্মজীবনীমূলক এ বইটি আসছে ‘সুবর্ণ প্রকাশনী’ থেকে। পাওয়া যাবে অভিনেত্রী ফারজানা ছবির উপন্যাস ‘বৃত্তবাস’। যেটি প্রকাশ হবে মিজান পাবলিশার্স থেকে। এবারের মেলায় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার একটি উপন্যাস ও একটি কবিতার বই পাওয়া যাবে। উপন্যাসের নাম ‘আমরা কখনও বন্ধু ছিলাম না’।
অভিনেতা ফারুক আহমেদ ইদানীং বই নিয়েও হাজির হচ্ছেন মেলায়। ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’ ও ‘আমার না বলা কথা’র পর এবার তিনি নিয়ে এসেছেন ‘হাউ মাউ খাও’। প্রকাশ পেয়েছে মিজান পাবলিশার্স থেকে।
গায়িকা সাজিয়া সুলতানা পুতুল নিয়মিত লেখেন। আগেও কয়েকটি বই এসেছে তাঁর। এবারের মেলায় প্রকাশ করেছেন উপন্যাস ‘শিল্পীসত্তার ব্যবচ্ছেদ’। প্রকাশ পেয়েছে অনন্যা প্রকাশনী থেকে।
সংগীতশিল্পী জয় শাহরিয়ার প্রকাশনার সঙ্গেও যুক্ত। তাঁর আজব প্রকাশনী থেকে প্রতিবছরই বিভিন্ন লেখকের একাধিক বই প্রকাশ পায়। অন্যদের লেখা প্রকাশের পাশাপাশি নিজের বইও প্রকাশ করেন জয় শাহরিয়ার। এবার তিনি নিয়ে এসেছেন তৃতীয় কাব্যগ্রন্থ ‘সুর ছাড়া কবিতারা’। এতে ৫৩টি কবিতা রয়েছে।
গীতিকার ও নির্মাতা ওয়ালিদ আহমেদের লেখা দুটি বই আসছে এবারের মেলায়। ভালোবাসা, অনুভূতি ও জীবনের নানা রঙের সংমিশ্রণে লেখা গান ও কবিতার সংকলন ‘দূরে গোধূলি’ এবং উপস্থাপনা, রেডিও-টিভি প্রেজেন্টেশন ও আত্মবিশ্বাসী কথা বলার কৌশল নিয়ে লেখা ‘কথার জাদু’। ধ্রুপদী পাবলিকেশনসের স্টলে পাওয়া যাবে বই দুটি।
এছাড়া অভিনেত্রী শানারেই দেবী শানু ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনার বইও প্রকাশ পাবে এবারের বইমেলায়। শানুর উপন্যাস ‘বাঘ মানুষ’ প্রকাশ করছে ‘আজব প্রকাশ’। আর অভিনেত্রী আশনা হাবিব ভাবনার একটি উপন্যাস ‘আমরা কখনও বন্ধু ছিলাম না’ ও একটি কবিতার বই প্রকাশ পাচ্ছে। বইয়ের প্রচ্ছদ করছেন আনিসুজ্জামান সোহেল।


আরো সংবাদ



premium cement
বর সাজিয়ে ঘোড়ার গাড়িতে স্কুল কর্মচারীর রাজকীয় বিদায় কুমিল্লায় দর্শন পরিবারের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ৭৯ জনের নামে হত্যা মামলা, গ্রেফতার ৩ জুলাই বিপ্লব সাংবাদিকদের মূল্যায়নের সুযোগ করে দিয়েছে : মাহমুদুর রহমান জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে পৌনে ২৭ হাজার কোটি টাকা ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি : প্রধান উপদেষ্টা তাবলীগের বিরোধে প্রভাব পড়েনি বিশ্ব ইজতেমায় নিবন্ধন পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, প্রতীক ফুলকপি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যে দুই দলকে দেখছেন পন্টিং-শাস্ত্রী জিপিএইচ ইস্পাতের আয়োজনে গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার’ অনুষ্ঠিত বই ছাপার আগে সেন্সরশিপ করার প্রশ্নই আসে না : সংস্কৃতি উপদেষ্টা

সকল