০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

৪০০তম পর্বে ‘আজকের অনন্যা’

৪০০তম পর্বে ‘আজকের অনন্যা’ -

বাংলাদেশের নন্দিত, জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও উপস্থাপিকা তানিয়া আহমেদের উপস্থাপনায় জিটিভিতে দীর্ঘদিন ধরেই প্রচার হয়ে আসছে ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানটি। বলা যায় জিটিভিতে প্রচারিত এই অনুষ্ঠানটি বাংলাদেশের একমাত্র আলোকিত নারী মঞ্চ। নারীরা এখন আর অবরোধবাসিনী নয়। পুরুষের সঙ্গে সমানতালে তারা নিজেদের মেধার স্বাক্ষর রেখে চলেছেন সমাজ এবং দেশের নানা ক্ষেত্রে। তেমনি বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের অংশগ্রহণে, তানিয়া আহমেদের উপস্থাপনা, তুষার জামালের প্রযোজনা এবং পরিচালনায় জিটিভির নিয়মিত দেশের একমাত্র ধারাবাহিক গেম শো ‘আজকের অনন্যা’ প্রচারিত হয় প্রত্যেক বৃহস্পতিবার রাত ৯টায়। সাধারণত পাঁচটি ক্যাটাগরি চিন্তা করে গল্প এবং পার্টিসিপেট নির্ধারণ করা হয়। এক. অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, দুই. শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, তিন. সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী, চার. সফল জননী নারী এবং পাঁচ. নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী। প্রতি পর্বে চারজন নারী আমন্ত্রিত হয়ে আলোকিত করেন এই মঞ্চ। বাংলাদেশের প্রতিটি অঞ্চলের দর্শকের ভালোবাসায় সিক্ত হয়ে পথ চলতে চলতে ‘কিউট আজকের অনন্যা’ পৌঁছে গেছে ৪০০তম পর্বে। ‘ আজকের অনন্যা’র মঞ্চকে আরও বেশি আলোকিত করতে ৪০০তম পর্বে অতিথি হয়ে থাকছেন চারজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। মৌসুমী হামিদ, সামিরা খান মাহি, আনিকা কবির শখ এবং সারিকা সাবরিন। ‘আজকের অনন্যা’র বিশেষ পর্বটি আজ রাত ৯টায় জিটিভিতে প্রচার হবে। উপস্থাপক তানিয়া আহমেদ বলেন, ‘ দেখতে দেখতে আজকের অনন্যা’র চারশত পর্বের প্রচার আজ। সত্যিই একে ঘিরে ভালোলাগার অনুভূতি অনেক।


আরো সংবাদ



premium cement
বর সাজিয়ে ঘোড়ার গাড়িতে স্কুল কর্মচারীর রাজকীয় বিদায় কুমিল্লায় দর্শন পরিবারের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ৭৯ জনের নামে হত্যা মামলা, গ্রেফতার ৩ জুলাই বিপ্লব সাংবাদিকদের মূল্যায়নের সুযোগ করে দিয়েছে : মাহমুদুর রহমান জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে পৌনে ২৭ হাজার কোটি টাকা ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি : প্রধান উপদেষ্টা তাবলীগের বিরোধে প্রভাব পড়েনি বিশ্ব ইজতেমায় নিবন্ধন পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, প্রতীক ফুলকপি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যে দুই দলকে দেখছেন পন্টিং-শাস্ত্রী জিপিএইচ ইস্পাতের আয়োজনে গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার’ অনুষ্ঠিত বই ছাপার আগে সেন্সরশিপ করার প্রশ্নই আসে না : সংস্কৃতি উপদেষ্টা

সকল