সিনিয়র শিল্পীদের নিয়ে মহিন খানের ‘জুলুম’
- বিনোদন প্রতিবেদক
- ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
দিন যত যাচ্ছে, নাটকে সিনিয়র শিল্পীদের উপস্থিতি কমছে। তবে কোনো কোনো নির্মাতা এখনো সিনিয়র শিল্পীদের নিয়ে নাটক নির্মাণের প্রবল চেষ্টা করেন। পরিচালক নাট্যকারকে এমনভাবেই গল্প বলে দেন কিংবা নাট্যকারের কাছে এমন গল্পই আশা করেন যে, যেন নাটকে সিনিয়র শিল্পীদের নেয়া যেতে পারে এমনভাবে যেন গল্প লেখা হয়। ঠিক তেমনি একজন নির্মাতা মহিন খান। তিনি নিজেই রচনা করেছেন পারিবারিক কলহের গল্প নিয়ে বিশেষ নাটক ‘জুলুম’। তিনি তার রচিত এই গল্পে সিনিয়র শিল্পীদের উপস্থিতি রেখেছেন। যে কারণে ‘জুলুম’ নাটকে অভিনয় করতে দেখা যাবে মাসুম বাশার, সাবেরী আলম, হায়দার আলী, রেশমী আহমেদ ও হারুন রশীদ বান্টিকে। তাদের সঙ্গে গল্পের প্রয়োজনে দেখা যাবে নবাগত দুই অভিনয়শিল্পী সাগর আহমেদ ও রাবিনা রাফিনকে। মহিন খান জানান এরই মধ্যে রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং বাড়িতে ও তার আশপাশ এলাকায় নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মাসুম বাশার বলেন,‘ অনেকেই বলেন নাটক শুধুই বিনোদনের বিষয়। কিন্তু আমি তা বলি না। আমি মনে করি একটি ভালো গল্পের শিক্ষণীয় নাটক সমাজে ও সমাজের মানুষের ওপর প্রভাব পড়ে।
মহিন খান তেমনই একজন নির্মাতা যার নাটকে সমাজের জন্য শিক্ষণীয় কোনো না কোনো বার্তা থাকে। যে কারণে তার নাটকে কাজ করতে ভীষণ ভালোলাগে আমার।’ সাবেরী আলম বলেন, ‘মহিনের প্রত্যেকটি নাটকেই কোনো না কোনো বার্তা থাকে। মহিন তার শেকড় ভুলে না। শেকড়ের গল্প নিয়েই কাজ করে মুহিন। জুলুম ঠিক তেমনি একটি কাজ। আর মহিন অনেক অনেক কষ্ট করে এবং তিনি এতো চমৎকার কিউ দেন যা অনেক সময় অনেক আর্টিস্টও পারেন না।’ হায়দার আলী বলেন, ‘আমার চোখের সামনেই মহিনের মিডিয়ায় উদয় হয়েছে, এখনো তার সাথে আছি আমি। সে অনেক দূর যাবে, জুলুম গল্প যেন তারই প্রমাণ বহন করে।’ রেশমী আহমেদ বলেন,‘ মহিন হচ্ছে গল্পের ফেরিওয়ালা। তার নাটকের গল্পটাই প্রাণ। কাস্টিংয়ে মহিন কোনোই কম্প্রোইজ করে না।’ হারুন রশীদ বলেন, ‘মহিন এমনই একজন গুণী নির্মাতা, ভালো মনের মানুষ, যদি কখনো আমাকে বলে যে বান্টি ভাই একটা নাটক বানাবো, কিন্তু পয়সা দিতে পারবো না, তবুও আমি কাজ করবো। কারণ তার কাজ করতে ভীষণ ভালো লাগে আমার।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা