১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

‘প্রেমের দোকানদার’ দিয়েও বাজিমাত কণার

‘প্রেমের দোকানদার’ দিয়েও বাজিমাত কণার -

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণার কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন গান ‘প্রেমের দোকানদার’। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ও সুর সঙ্গীত করেছেন আকাশ সেন। আকাশ সেন কণার সহশিল্পীও বটে। ‘বঙ্গ’তে গত বছরের একেবারেই শেষপ্রান্তে প্রকাশিত কণার কণ্ঠের এই গানটি পর্দায় ঠোঁট মিলিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরী। কারণ গানটি রায়হান রাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের গান। গানটি প্রকাশের পরপরই শ্রোতা দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। এরই মধ্যে গানটি ইউটিউবে ৪০ লক্ষাধিক ভিউয়ার্স উপভোগ করেছেন। কণা এই গানটি নিয়ে আরো আশাবাদী। কণা বিশ^াস করেন, এই গানে শ্রোতা দর্শক আরো বুঁদ হবেন। তিন মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের এই গানটির শ্রোতাপ্রিয়তা প্রসঙ্গে কণা বলেন, ‘আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে সবসময়ই কৃতজ্ঞতা প্রকাশ করে আসছি আমার গানের ভক্ত শ্রোতাদের। কারণ আমি কিন্তু তাদের কারণেই আজকের কণা হতে পেরেছি। তাদের ভালোলাগার কথা মাথায় রেখেই কিন্তু প্রতিটি গান নির্বাচন করি আমি। গানের কথা, গানের সুর নিয়ে ভীষণ ভাবি। অনেক বেশি মৌলিক গান কিন্তু করি না আমি। কিন্তু যাই করি তা ঠিকঠাক মতো করতে চাই যেন গানটি প্রকাশের সাথে সাথেই শ্রোতা দর্শকের মধ্যে গানটি ভালোলাগায় রূপান্তরিত হয়। চলতি বছরের শুরু থেকে স্টেজ শোতে এই গানও আমাকে গাইতে হচ্ছে। গত বছরের শেষ প্রান্তে যত জায়গা শো করতে গেছি তত জায়গাতেই দুষ্টু কোকিলের অনুরোধ ছিল, এখনো আছে, আরো বহুদিন হয়তো থাকবে। তবে দুষ্টু কোকিলের পাশাপাশি এখন আমার কণ্ঠে প্রেমের দোকানদার গানটিও শোনাতে অনুরোধ করেন। সত্যি বলতে কী, আমি সবসময়ই স্টেজ শোতে নিজের মৌলিক গানই গেয়ে থাকি। এটা আমার সৌভাগ্য যে, আমার নিজেরই বেশ কিছু জনপ্রিয় মৌলিক গান আছে, যা শুনতেই শ্রোতা দর্শকরা তাদের আয়োজনে আমাকে নিমন্ত্রণ করেন। শিল্পী হিসেবে এটিই আমার অনেক বড় প্রাপ্তি যে, আমি নিজের গান দিয়েই শ্রোতা দর্শককে মুগ্ধ করতে পারছি।’ এদিকে আজ বিকেলে কণা রাজধানীর অদূরে চন্দ্রাতে ওয়ালটনের নিমন্ত্রণে একটি বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। এদিকে এরই মধ্যে কণা ও ইমরানের কণ্ঠে প্রকাশিত হয়েছে ইউটিউবে নতুন গান ‘আমি শুধু তোমার হবো’। গানটি লিখেছেন আহমেদ রিজভী। সুর করেছেন নাজির মাহমুদ, মিউজিক করেছেন সজীব দাস। গানটি মো: তৌফিকুল ইসলামের ‘সুইট ফ্যামিলি’ নাটকে শ্রোতারা উপভোগ করেছেন।


আরো সংবাদ



premium cement
জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার গলাচিপায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা ফ্যাসিবাদ ঠেকানোর দায়িত্ব সবাইকে নিতে হবে : দুদু

সকল