রাজ-পরী কি আবার এক হচ্ছেন!
- বিনোদন প্রতিবেদক
- ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০৫
প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ একবার বলেছিলেন, ‘পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু খারাপ বাবা একটাও নেই।’ কথাটি যেন যুগযুগ ধরে প্রমাণিত। পৃথিবীতে যতই বাবা-মায়ের মধ্যে দূরত্ব থাকুক, সন্তানের প্রতি তাদের ভালোবাসা বা টান কখনোই অটুট থাকে না। সেই সম্পর্কের এক উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকেন তারকা দম্পতি পরীমণি এবং শরিফুল রাজ।
এই তারকা দম্পতির সম্পর্কের শেষ দৃশ্যটি ছিল বেশ আলোচিত। একে অন্যের সঙ্গে বিচ্ছেদের পর তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য, পরীমণির সঙ্গেই অধিকাংশ সময় কাটিয়েছে। মায়ের সঙ্গে নানা সময় কাটানোর ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে, বাবা রাজের সঙ্গে সেইরকম কোনো ভিডিও কখনো শোনা যায়নি। বিশেষ দিনগুলোতেও পুণ্যের পাশে রাজের উপস্থিতি ছিল খুবই সীমিত, যা পরীমণির মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছিল। তিনি একাধিকবার প্রকাশ্যে বলেছিলেন, রাজ বাবা হিসেবে সন্তানের প্রতি তার কোনো দায়িত্ব পালন করেননি। তবে, বছরের শেষের দিকে এক চমকপ্রদ ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা গেছে, পরীমণির ছেলে রাজ্য তার বাবা রাজের সঙ্গে সময় কাটাচ্ছে। গতকাল রাতে এক ভিডিওতে শরিফুল রাজকে তার ছেলের সঙ্গে গাড়ির স্টিয়ারিংয়ে বসে হাস্যোজ্জ্বল খুনসুটিতে মেতে উঠতে দেখা গেছে। শরিফুল রাজ ফেসবুকে সেই ভিডিও প্রকাশ করে লিখেছেন, ‘আমার ছেলের প্রতি আমি কিভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি! পৃথিবীর কাছে আপনি একজন মানুষ হতে পারেন, কিন্তু একজনের কাছে আপনি হয়তো পৃথিবী। তোমাকে ভালোবাসি আমার চ্যাম্প।’ এর পরেই রাজ নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন।
এদিকে, রাজ্যের সঙ্গে ভিডিও দেখে অনেকে পরীমণিকে খুঁজছেন। তাঁদের মনে প্রশ্ন উঠেছে, ‘তাহলে কি আবারও সম্পর্ক স্বাভাবিক হয়েছে রাজ-পরীর?’ নানা সাক্ষাৎকারে রাজের প্রতি পরীমণির ক্ষোভের প্রকাশ পাওয়া গেছে। তবে, রাজ-পরী দম্পতির ছেলের সঙ্গে কাটানো এই মুহূর্তে নতুন গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সন্তানের জন্য হয়তো কিছুটা হলেও সম্পর্কের বরফ গলছে।
রাজ-পরী দম্পতির পরিচয় হয়েছিল ২০২১ সালের ১৭ অক্টোবর, মাত্র সাত দিনের পরিচয়ে তারা গোপনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট তাদের সংসারে আসে একটি সন্তান, শাহীম মুহাম্মদ রাজ্য। তবে এক বছরের মধ্যেই তাদের সম্পর্ক ভেঙে যায়। বিচ্ছেদের পর, রাজ্যকে নিজের কাছে রেখেছিলেন পরীমণি এবং ছেলের দেখভালের দায়িত্ব নিয়েছিলেন তিনি। অন্যদিকে, রাজ তার ব্যক্তিগত জীবনে আরও ব্যস্ত হয়ে পড়েন।
বিচ্ছেদের পর পরীমণি একাধিক সাক্ষাৎকারে বলেছেন, বাবা হিসেবে রাজ তার সন্তানের প্রতি কোনো দায়িত্ব পালন করেননি। সব কিছু নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। তবে, রাজ্য এবং রাজের মাঝে সম্প্রতি দেখা গেলেও, পরীমণির মনোভাব কী? সন্তানের জন্য কি তবে নতুন করে সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে? সে প্রশ্নটি এখনো অমীমাংসিত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা