০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

সিনেমায় রবীন্দ্র গল্পের নায়িকা দীঘি

-

গুণী চলচ্চিত্র নির্মাতা সাদেক সিদ্দিকীর নতুন সিনেমার নাম ‘দেনা পাওনা’। এই সিনেমাটি ২০২২-২০২৩ সালের সরকারী অনুদানে নির্মিত হতে যাচ্ছে। আগামী ২৩ জানুয়ারি থেকে রাজধানীর অদূরে হোতাপাড়া খতিব খামার বাড়িতে টানা বেশ কয়েকদিন এই সিনেমার শুটিং চলবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে ‘দেনা পাওনা’ নামেই সিনেমাটি নির্মিত হবে। তবে এই সিনেমার গল্পে প্রধান চরিত্র নিরুপমা কে হতে যাচ্ছেন তাই নিয়ে বিগত বেশ কিছু দিন বেশ আলোচনা ছিল। অবশেষে সাদেক সিদ্দিকী জানালেন, প্রথমে যাকে ভেবেই আমরা এগিয়ে যাচ্ছিলাম শেষ পর্যন্ত তাকে নিয়েই সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি। অর্থাৎ আমাদের সবার প্রিয় প্রার্থনা ফারদিন দীঘি’কে নিয়েই সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি। নির্মাতা জানান, এরই মধ্যে নিরুপমা চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দীঘি। দীঘিকে নিরুপমা চরিত্রে চুড়ান্ত করে নির্মাতা সাদেক সিদ্দিকীও বেশ উচ্ছ্বসিত। দীঘি নিজেও রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের সিনেমাতে অভিনয় করার সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত। দীঘি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘সত্যি বলতে কী বিগত দুই বছর ধরেই কিন্তু এই সিনেমাতে কাজ করা নিয়ে কথা হচ্ছিল। যখন সাদেক সিদ্দিকী আঙ্কেলের কাছে গল্পটা ভালোভাবে শুনি তখন আমার কাছে মনে হলো যে নিরুপমা চরিত্রটিতে অভিনয় করার যথেষ্ট সুযোগ রয়েছে। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে, এখানেও একটা পরম আগ্রহ বা ভালোলাগা আছে এই কাজটি করার। আমার কাছে মনে হচ্ছে সাদেক সিদ্দিকী আঙ্কেলের পুরো টিম বেশ আন্তরিকতা নিয়ে ভীষণ গুছিয়ে কাজটি করবেন। যাতে কোনো ভুল ত্রুটি না থাকে এবং দর্শক যেন ভীষণ আগ্রহ নিয়ে সিনেমাটি মুক্তি পর হলে গিয়ে উপভোগ করেন।’ ‘দেনা পাওনা’ সিনেমাটির চিত্ররূপ ও সংলাপ মিরণ মহিউদ্দিনের। চিত্রনাট্য করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী। সাদেক সিদ্দিকী বলেন, ‘অনুদান যখন পাই তখন থেকেই আসলে দীঘির সঙ্গে এই সিনেমাতে নিরুপমা চরিত্রে অভিনয় করা নিয়ে কথা হচ্ছিলো। এই সময়ে দীঘি আরো অনেক ম্যাচিউরড, বেশ ভালো অভিনয় করে। আর তার আচার আচরণও মুগ্ধ করার মতো। নিরুপমা চরিত্রের জন্য পারফেক্ট মনে হয়েছে বলেই শেষ পর্যন্ত তাকে নিয়েই কাজটি করতে যাচ্ছি। আমার মনে হয় দর্শক নতুন এক দীঘিকে দেখতে পাবেন দেনা পাওনা সিনেমায়। দীঘির জন্য অনেক অনেক শুভ কামনা রইল।’ এদিকে দীঘি অভিনীত ‘প্রিয় প্রাক্তন’ ও ‘জঙ্গী’ সিনেমা দু’টি রয়েছে মুক্তির অপেক্ষায়।


আরো সংবাদ



premium cement