অপু আমানের কথা সুরে নিশাতের দুই গান
- বিনোদন প্রতিবেদক
- ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মির্জা নিশাত, এই প্রজন্মের একজন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। বিগত বেশ কয়েক বছর ধরেই নিজের মৌলিক গান প্রকাশে ভীষণ মনোযোগী হয়ে উঠেছেন তিনি। যে কারণে একের পর এক মৌলিক গান প্রকাশ করছেন তিনি। এরই মধ্যে কিছু দিন আগে ‘মন যে কেমন করে’ ও ‘মন যে কেমন করে’ শিরোনামের দু’টি গান প্রকাশিত হয়েছে। প্রথম গানটি লিখেছেন ও সুর করেছেন প্লাবন কোরেশী। পরের গানটি লিখেছেন ও সুর করেছেন আকরাম খান। তবে নিশাত জানান শিগগিরই তার এমন আরো দু’টি মৌলিক গান প্রকাশ পাবে যে দু’টি গান নিয়ে তিনি ভীষণ প্রত্যাশী। দুটো গানই লিখেছেন ও সুর করেছেন প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক অপু আমান। একটি গাজীপুরের আঞ্চলিক ভাষার গান ‘নাম আমার গোলাপী’ ও অন্যটি ফোক গান ‘বিদেশে যাইওনা বন্ধু’। এই দু’টি গান নিয়ে ভীষণ প্রত্যাশা নিশাতের। এছাড়াও নিশাতের কণ্ঠে দ্রুত প্রকাশ পেতে যাচ্ছে আদনান সানী মুনসুরের কথা ও আকরাম খানের সুরে আকরাম খানের সাথেই একটি দ্বৈত গান। প্লাবন কোরেশীর কথা ও সুরে নিশাতের একক গান ‘দুঃখ পাবো বলে আমি তারে ভালোবাসি’, শেখ জামালের কথা ও সুরে ক্ষ্যাপা প্রীতমের সঙ্গে আরো একটি দ্বৈত গান। মির্জা নিশাত বলেন, ‘অপু আমানের কথা ও সুর সবসময়ই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। কারণ একজন গায়ক হিসেবে তিনি যেমন ভীষণ গুণী। সেই সাথে একজন গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক হিসেবেও তিনি আমার ভীষণ পছন্দের। আমার আমার গানগুলোও তিনি ভীষণ যতœ নিয়ে কাজ করেন। যে কারণে তার সঙ্গে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। তিনি আমাকে নিয়ে যে দু’টি নতুন গান করছেন দু’টি গান নিয়েই আমি আশাবাদী। আমার বিশ^াস দুটো গানই শ্রোতা দর্শকের ভালোলাগবে। এছাড়াও প্লাবন কোরেশী ভাই, আকরাম ভাই, কামাল ভাই যে গানগুলো করছেন এই গানগুলোও চমৎকার। সত্যি বলতে কী আমি মৌলিক গান প্রকাশে বিশ^াসী। কোন গানটি কখন কার বেশি ভালোলেগে যায় এটা আগে থেকে কেউই বলতে পারেন না। আমি আমার নিজের আলাদা একটি অবস্থান সৃষ্টির জন্য মৌলিক গান প্রকাশ করে যাচ্ছি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা