২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বুকারজয়ী অরবিটাল এখন বেস্টসেলার তালিকার শীর্ষে

বুকারজয়ী অরবিটাল এখন বেস্টসেলার তালিকার শীর্ষে -

সামান্থা হার্ভির অরবিটাল এখন যুক্তরাজ্যের বেস্টসেলার তালিকার শীর্ষে অবস্থান করছে। বুকার পুরস্কার জেতার পর বইটি ব্যাপকভাবে বিক্রি হচ্ছে এবং ক্রিসমাসের আগমনী সময়ে এটি এক নম্বর পজিশনে পৌঁছেছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছয়জন মহাকাশচারীর এক দিনের জীবন নিয়ে লেখা এই নভেলটি এখন পাঠকদের কাছে একটি জনপ্রিয় উপহার হিসেবে পরিচিত। এর সহজপাঠ্য ফরম্যাট এবং কম দামে বইটি নিজেকে শুধু সাহিত্যপ্রেমীদের মধ্যে নয়, সাধারণ পাঠকদের মধ্যেও শক্তিশালী একটি জায়গা করে নিয়েছে। ওয়েস্ট ইয়র্কশায়ারের ফার্সলির ট্রুম্যান বুকসের মালিক আমান্ডা ট্রুম্যান জানান, অরবিটাল বুকার পুরস্কার জয়ের আগেই ভালো বিক্রি হচ্ছিল, তবে পুরস্কার পাওয়ার পর এটি আরও দ্রুত বিক্রি হচ্ছে। বুকসেলার অ্যাসোসিয়েশনের (বিএ) প্রেসিডেন্ট এবং সেভেনোএক্স বুকশপের মালিক ফ্লেয়ার সিনক্লেয়ার আশাবাদী যে, অরবিটাল শীর্ষস্থানে উঠবে। তিনি বলেন ‘এটি একটি শক্তিশালী পারফর্মার, বিশেষত বুকার পুরস্কারের পর’।
অরবিটাল বুকার পুরস্কার জয়ী প্রথম বই, যা তার বিজয়ের সপ্তাহে যুক্তরাজ্যের বেস্টসেলার তালিকার শীর্ষে স্থান পায়, ওই সপ্তাহে ২০ হাজার ৪০ কপি বিক্রি হয়েছে। বইটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা ছয়জন মহাকাশচারীর একদিনের জীবনের কাহিনী, যেখানে বিজ্ঞানের পাশাপাশি মানবিক অনুভূতিও গভীরভাবে উঠে এসেছে।
আরো কিছু বই, যা বই বিক্রেতারা আশা করছেন ক্রিসমাসের সময় ভালো বিক্রি করবে, তার মধ্যে রয়েছে পার্সিভাল এভারেটের জেমস, যা হাকলবেরি ফিন এর গল্পকে জিম চরিত্রের দৃষ্টিকোণ থেকে নতুন করে উপস্থাপন করেছে এবং এলিফ শাফাকের থের আর রিভারস ইন দ্য স্কাই। চলো ডালটনের রেইজিং হেয়ার, যা একটি বন্য হরিণের সঙ্গে এক মহিলার সম্পর্ক নিয়ে লেখা একটি হৃদয়স্পর্শী বই, তাও জনপ্রিয় হতে পারে। লিটারেরি ফিকশন ছাড়াও বই বিক্রেতারা আত্মজীবনী, যেমন অল দ্যাট ম্যাটার্স (সার ক্রিস হোয়ি) এবং ইতিহাস বিষয়ক উপন্যাস, যেমন দ্য নিউ লাইফ (টম ক্রু), যা ১৯ শতকের ব্রিটেনে এলজিবিটিকিউ+অধিকার নিয়ে সংগ্রাম তুলে ধরেছে, সেগুলোর বিক্রি বাড়ছে।


আরো সংবাদ



premium cement
সাভারে প্রশাসনের আশ্বাসে সাড়ে ৩ ঘণ্টা পর যান-চলাচল স্বাভাবিক নিয়োগে দুর্নীতি : লিয়াকত আলী লাকীসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন : সপু রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দোহারে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিখোঁজের ৮ দিন পর পুকুর থেকে বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার দেশে প্রথমবার পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মুন্সীগঞ্জে বিনামূল্যে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজন সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা সিরিয়ার পাশে থাকবে তুরস্ক : পররাষ্ট্রমন্ত্রী ফিদান শেখ পরিবারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের তদন্ত নিয়ে যা জানা যাচ্ছে

সকল