‘প্রিয় মালতী’ দেখার আহ্বান জানালেন মেহজাবীন
- বিনোদন প্রতিবেদক
- ২১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশের অভিনয় অঙ্গনের অত্যন্ত মেধাবী, গুণী, বিনয়ী এবং জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিগত বহু বছর ধরেই তার চলচ্চিত্রে কাজ করা নিয়ে তারই ভক্ত দর্শকের ভীষণ কৌতূহল ছিল। সবার একটিই প্রশ্ন ছিল, কবে দেখা যাবে প্রিয় মেহজাবীনকে। সবার সেই প্রশ্নের উত্তর দিতেই গতকাল শুক্রবার সারা দেশের ২২টি সিনেমা হলে মুক্তি পেয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। সিনেমাটি নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত। নাম ভূমিকাতেই অভিনয় করেছেন মেহজাবীন। ‘প্রিয় মালতী’ কেন দেখা উচিত দর্শকের, এমন প্রশ্নের জবাবে মেহজাবীন চৌধুরী বলেন, ‘মানুষের উচিত প্রিয় মালতী দেখা, কারণ এই সিনেমাটি এমন বিষয় নিয়ে কথা বলেছে, যা সাধারণত চলচ্চিত্রে উপেক্ষিত থেকে যায়। এটি একটি সামাজিক নাট্যধর্মী সিনেমা। এখানে বিভিন্ন প্রশ্ন তোলা হয়েছে- ব্যবস্থাগত সমস্যা, আমলাতান্ত্রিক জটিলতা এবং কীভাবে আমরা দিন দিন মানবিকতা হারিয়ে ফেলছি। আমি এই সিনেমাটি করার সিদ্ধান্ত নিয়েছিলাম এ কারণেই যে, আমি মনে করেছি প্রিয় মালতী এমন একটি চরিত্র, যার চোখ দিয়ে আমরা আমাদের চারপাশের অনেক মানুষের গল্প দেখাতে পারি বিশেষ করে নিম্ন-মধ্যবিত্ত এবং কর্মজীবী শ্রেণীর মানুষের, যাদের জীবনে টাকা বা সংযোগের অভাবে জীবন আরো কঠিন। আমি আশা করি দর্শকরা এই সিনেমাটি দেখে উপভোগ করবেন এবং তাদের মধ্যে একটি জাগরণের অনুভূতি সৃষ্টি হবে। দর্শকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। আমি বারবারই নব উদ্যমে আরো ভালো করার প্রত্যয়ে নিজেকে মগ্ন রেখে এগিয়ে গেছি। তাই দর্শকের প্রতি সবসময়ই আমি কৃতজ্ঞ। আমার বিশ^াস আমার সেই ভক্ত দর্শককে প্রিয় মালতীর পাশে পাব।’ প্রিয় মালতীতে মেহজাবীনের অভিনয় প্রসঙ্গে সিনেমাটির অন্যতম একজন প্রযোজক আদনান আল রাজীব বলেন, ‘সিনেমাতে মেহজাবীনের অভিনয় ক্ষমতাটা আরো নিখুঁতভাবে পাওয়া গেছে। প্রিয় মালতীর এই মেহজাবীন অভিনয় অনেক অনেক ম্যাচিউরড।’ রাজধানী ঢাকার হলগুলোর মধ্যে রয়েছে- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, পান্থপথ), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ধানমন্ডি), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার), সনি স্কয়ার (মিরপুর-১), স্টার সিনেপ্লেক্স (বিজয় সরণি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী সিনেমা, লায়ন সিনেমা (জিনজিরা), আনন্দ সিনেমা (ফার্মগেট)।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা