১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বৈশাখীতে নতুন নাটক ‘সবুজ গ্রাম পাথরের শহর’

-

একঝাঁক তারকা নিয়ে শুটিং শুরু হলো বৈশাখী টিভির ইনহাউজ দীর্ঘ ধারাবাহিক ‘সবুজ গ্রাম পাথরের শহর’ নাটকের। এ উপলক্ষে ঢাকার অদূরে পুবাইল বাদশা মিয়ার বাড়ি শুটিং হাউজে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নাটকের আনুষ্ঠানিকতা শুরু হয় কেক কাটার মাধ্যমে।
বৈশাখী টিভির ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মান ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নাটকের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। এদের মধ্যে কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামান, শ্যামল মাওলা, শরাব আহমেদ জীবন, মায়মুনা মম, একে আজাদ সেতু, সূচনা শিকদার,শ্যামন্তি সৌমি, শারমিন ইমু সাথী, তানিয়া লিজা অন্যতম।

সাংবাদিকদের সামনে নাটকের সার্বিক বিষয় তুলে ধরেন চিত্রনাট্যকার ইউসুফ আলী খোকন ও পরিচালক রুমান রুনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈশাখী টিভির মিডিয়া মুখপাত্র দুলাল খান।
বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে ‘সবুজ গ্রাম পাথরের শহর’ নাটকের সার্বিক ব্যবস্থাপনায় আছেন বৈশাখী টিভির ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মান। প্রযোজনা বৈশাখী টেলিভিশন,অনুষ্ঠান বিভাগ।
নাটকের অভিনয় শিল্পীরা হলেন- দিলারা জামান, সালাউদ্দিন লাভলু,আশীষ খন্দকার,মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু),শরাফ আহমেদ জীবন, শ্যামল মাওলা, মায়মুনা মম, শামিম আহমেদ মনা, শ্যামন্তি সৌমি, শতাব্দী ওয়াদুদ, একে আজাদ সেতু, শারমিন ইমু সাথী, শবনম পারভীন,সূচনা শিকদার, রেশমা আহমেদ, নুর এ আলম নয়ন, জুনেদ আতিক, তানিয়া লিজা, দাউদ নূর, শহীদ চিশতী, আজরা জেবিন তুলি, অমিতাভ রাজীব, নিয়ামূল করিম, শিখা কর্মকার, জাফর মাহফুজ, তুহিন খান, মো: রফিকসহ আরো অনেকেই।


আরো সংবাদ



premium cement
ইংলিশ লিগ কাপে সেমিতে ওঠল লিভারপুল বেইজিংয়ের সাথে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্রের আসন্ন পররাষ্ট্রমন্ত্রী রুবিও টঙ্গীতে ইজতেমা মাঠ-সংলগ্ন অগ্নিকাণ্ডের দৃশ্য নয়, এটি পুরোনো ভিডিও অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি রেজাউল হক ইজতেমা ময়দান এখন সরকারের নিয়ন্ত্রণে পদ্মা সেতু হয়ে খুলনা-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু ২৪ ডিসেম্বর জুলাই বিপ্লবে শহীদ-আহতদের সন্তানের শিক্ষার ব্যবস্থা করবে জামায়াতে ইসলামী : বুলবুল বগুড়া সদরের সাবেক এমপি রিপু গ্রেফতার আন্তঃমহাদেশীয় শিরোপা জিতল রিয়াল পেকুয়ায় ডাম্পট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৫ ভিয়েতনামে বিনোদন কেন্দ্রে আগুন, মৃত্যু ১১

সকল