২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

একই সিনেমায় তারা চারজন

একই সিনেমায় তারা চারজন -

একই সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন বাংলাদেশের চলচ্চিত্রের ও নাট্যাঙ্গনের গুণী চার অভিনয়শিল্পী। তারা হলেন একসময়কার চলচ্চিত্র নায়ক আলীরাজ, টিভি নাটক ও মঞ্চের দাপুটে অভিনেতা, নির্দেশক আজাদ আবুল কালাম, মঞ্চ, টিভি ও নাটকের গুণী অভিনেতা সমু চৌধুরী ও মঞ্চ-টিভি নাটকের নন্দিত অভিনেত্রী মোমেনা চৌধুরী। জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ সিনেমায় তারা চারজন এরই মধ্যে শুটিংয়ে অংশগ্রহণ করেছেন। সিনেমাটিকে আলীরাজ অভিনয় করেছেন একজন খল নায়কের ভূমিকায়। সমু চৌধুরী অভিনয় করেছেন একজন এসপির চরিত্রে, আজাদ আবুল কালাম অভিনয় করেছেন একজন লাইব্রেরিয়ানের চরিত্রে, তার চরিত্রটি রহস্যে ভরপুর এবং মোমেনা চৌধুরী অভিনয় করেছেন চিত্রনায়িকা বুবলীর মায়ের চরিত্রে। এবারই প্রথম মোমেনা চৌধুরী বুবলীর সাথে কোনো সিনেমায় অভিনয় করলেন। মোমেনা চৌধুরী বলেন, ‘পিনিক সিনেমার গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। বুবলীর সঙ্গে এবারই প্রথম কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করা। খুব সহযোগিতা পরায়ণ এবং ভীষণ আন্তরিক। শটের বাইরেও তার আচার আচরণ মুগ্ধ হবার মতো। একটুও অহঙ্কার নেই তার মাঝে। খুব ভালো লেগেছে তার সাথে কাজ করে। পুরো ইউনিটটাই আসলে দারুণ। আমি খুব আশাবাদী পিনিক সিনেমাটি নিয়ে।’ আলীরাজ বলেন, ‘এই সিনেমায় এক কথায় আমি ভিলেনের চরিত্রে অভিনয় করেছি। আমার প্রধান সহশিল্পী আদর আজাদ। বুবলীর সার কোনো দৃশ্য নেই। জাহিদ জুয়েলের পুরো টিমটাই আসলে এক কথায় চমৎকার। তারা সবাই মিলে নতুন কিছু করতে চায়, ভালো কিছু করার চেষ্টা করেছে। অনেক অনেক শুভ কামনা রইল পিনিকের জন্য।’ সমু চৌধুরী বলেন, ‘নির্মাতার শিল্পীদের সঙ্গে ভীষণ আন্তরিক হয়ে কাজ আদায় করে নেবার চেষ্টা এবং সর্বোপরি সিনেমাটি শতভাগ পেশাদারিত্ব নিয়েই শেষ করার চেষ্টকে আমি সাধুবাদ জানাই। আমার কাছে গল্প, গল্পানুযায়ী লোকেশন, সব মিলিয়েই আমার কাছে খুব ভালো লেগেছে। পিনিক নিয়ে ভীষণ প্রত্যাশা আমার।’ এদিকে গতকালই সমু চৌধুরী জামালপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন এসএ হক অলিক পরিচালিত একটি নাটকের শুটিংয়ে অংশগ্রহণ করতে। সঙ্গে আছেন ম আসলাম। মোমেনা চৌধুরী আছেন ঢাকার অদূরে নবাবগঞ্জে একটি নাটকের শুটিং করছেন রুবেল আনুশের পরিচালনায়। আলীরাজ জানান আগামী কিছু দিনের মধ্যে তিনি নতুন আরো একটি সিনেমার কাজ শুরু করেত যাচ্ছেন। এদিকে মঞ্চের নতুন সংগঠন থিয়েটার আর্টিস্ট অ্যাসোসিয়েশন অব ঢাকার (টিএএডি) সভাপতি হয়েছেন আজাদ আবুল কালাম।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল