২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রতিদিনই আমার জন্মদিন কেন লিখলেন বুবলি

প্রতিদিনই আমার জন্মদিন কেন লিখলেন বুবলি -

গতকাল ২০ নভেম্বর ছিল চলচ্চিত্র তারকা শবনম বুবলীর জন্মদিন। তবে, আগেই জানিয়েছিলেন যে, এই দিনে তেমন কোনো বড় আয়োজন হবে না। কিন্তু কেক কাটতে ভুলেননি নায়িকা। গতকাল দুপুরে হঠাৎ করেই নিজের আইডি থেকে কেক কাটার ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, বুবলী নিজের বাসাতেই আছেন এবং সেখানে তিনি নিজের সন্তান ও বাবা-মায়ের সাথে কেক কাটছেন। বেশ কয়েকটি ছবিতে দেখা যায়, পারিবারিক আবহে দিনটি পালন করছেন বুবলী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে এর থেকে সুন্দর সময় কী আর হতে পারে! আমার বাপজান এভাবে আমাকে আগলে রাখে, তাই প্রতিটি দিনই আমার জন্মদিন। আলহামদুলিল্লাহ আল্লাহ।’ তিনি হ্যাশট্যাগে লিখেছেন, # বাপজান এবং # শেহজাদ খান বীর। এদিকে, সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি বুবলী নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটির নাম ‘পিনিক’ এবং এতে তার নায়ক থাকছেন আদর আজাদ। সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ সিনেমার শুটিং করার জন্য বুবলী যাচ্ছেন কক্সবাজারের রামুতে।
বুবলী বলেন, গেল ঈদে ‘জংলি’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু নানা কারণে ছবিটি মুক্তি পায়নি। আগামী ঈদে এটি মুক্তি পাবে কিনা, তা এখনো অফিসিয়ালি জানানো হয়নি। তবে এর মধ্যে নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলাম এবং সেই ছবিটির শুটিংয়ের জন্য রামুতে যাচ্ছি। তিনি আরো জানান, সাইফ চন্দন পরিচালিত ‘কয়লা’ ছবিটির শুটিং শেষ হয়েছে। তবে ছবিটি কবে মুক্তি পাবে, তা নায়িকার অজানা। বুবলী বলেন, আমাদের কাজ তো অভিনয় করা। কবে মুক্তি পাবে, তার সবটাই পরিচালক এবং প্রযোজকদের হাতে। এছাড়া, তরুণ কয়েকজন নির্মাতার সাথে বুবলীর বেশ কয়েকটি সিনেমা নিয়ে প্রাথমিক মিটিং হয়েছে। অনেকগুলোর চিত্রনাট্যও হাতে রয়েছে। সেগুলো চূড়ান্ত হওয়ার পরই জানানো হবে। তবে আপাতত সেসব নিয়ে নায়িকার মুখ খোলা বারণ।


আরো সংবাদ



premium cement
প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল

সকল