২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রতিদিনই আমার জন্মদিন কেন লিখলেন বুবলি

প্রতিদিনই আমার জন্মদিন কেন লিখলেন বুবলি -

গতকাল ২০ নভেম্বর ছিল চলচ্চিত্র তারকা শবনম বুবলীর জন্মদিন। তবে, আগেই জানিয়েছিলেন যে, এই দিনে তেমন কোনো বড় আয়োজন হবে না। কিন্তু কেক কাটতে ভুলেননি নায়িকা। গতকাল দুপুরে হঠাৎ করেই নিজের আইডি থেকে কেক কাটার ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, বুবলী নিজের বাসাতেই আছেন এবং সেখানে তিনি নিজের সন্তান ও বাবা-মায়ের সাথে কেক কাটছেন। বেশ কয়েকটি ছবিতে দেখা যায়, পারিবারিক আবহে দিনটি পালন করছেন বুবলী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে এর থেকে সুন্দর সময় কী আর হতে পারে! আমার বাপজান এভাবে আমাকে আগলে রাখে, তাই প্রতিটি দিনই আমার জন্মদিন। আলহামদুলিল্লাহ আল্লাহ।’ তিনি হ্যাশট্যাগে লিখেছেন, # বাপজান এবং # শেহজাদ খান বীর। এদিকে, সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি বুবলী নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটির নাম ‘পিনিক’ এবং এতে তার নায়ক থাকছেন আদর আজাদ। সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ সিনেমার শুটিং করার জন্য বুবলী যাচ্ছেন কক্সবাজারের রামুতে।
বুবলী বলেন, গেল ঈদে ‘জংলি’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু নানা কারণে ছবিটি মুক্তি পায়নি। আগামী ঈদে এটি মুক্তি পাবে কিনা, তা এখনো অফিসিয়ালি জানানো হয়নি। তবে এর মধ্যে নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলাম এবং সেই ছবিটির শুটিংয়ের জন্য রামুতে যাচ্ছি। তিনি আরো জানান, সাইফ চন্দন পরিচালিত ‘কয়লা’ ছবিটির শুটিং শেষ হয়েছে। তবে ছবিটি কবে মুক্তি পাবে, তা নায়িকার অজানা। বুবলী বলেন, আমাদের কাজ তো অভিনয় করা। কবে মুক্তি পাবে, তার সবটাই পরিচালক এবং প্রযোজকদের হাতে। এছাড়া, তরুণ কয়েকজন নির্মাতার সাথে বুবলীর বেশ কয়েকটি সিনেমা নিয়ে প্রাথমিক মিটিং হয়েছে। অনেকগুলোর চিত্রনাট্যও হাতে রয়েছে। সেগুলো চূড়ান্ত হওয়ার পরই জানানো হবে। তবে আপাতত সেসব নিয়ে নায়িকার মুখ খোলা বারণ।


আরো সংবাদ



premium cement
দিল্লি থেকে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে : মাওলানা শাহজাহান সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেফতার করেছে নতুন প্রশাসন নির্বাচনের আগে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে : গোলাম পরওয়ার সানা বিমানবন্দরে ইসরাইলি হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাব দিচ্ছে ভারত ইয়েমেনের হাউছি ও ইসরাইলের মধ্যে সঙ্ঘাত বৃদ্ধির নিন্দা জাতিসঙ্ঘ মহাসচিবের ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৫৩ কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তন : ঢাকায় স্বাগত জানাবে লাখো জনতা গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর দুমড়ে-মুচড়ে আহত ৫ ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের ৫ উইকেটে হারাল ভারত ৮০ ঘণ্টায় পাঠ করা হলো ফিলিস্তিনি শহীদদের নাম

সকল