মোশাররফ করিমের বিপরীতে কেয়া
- বিনোদন প্রতিবেদক
- ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় গুণী অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে নাটকে খুব কমই কাজ করার সুযোগ হয়েছে এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল’র। মোশাররফ করিম ও কেয়া পায়েলকে এর আগে ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলেনা’, ‘আশা বেঁধে রাখি’, ‘গার্লফ্রেন্ড’, ‘নয় ছয়’ , ‘আগে যদি জানতাম’, নাটকে অভিনয় করেছিলেন। প্রথম তারা দু’জন তাইফুর জাহান আশিকের ‘আশা বেঁধে রাখি’ নাটকে অভিনয় করেছিলেন। সর্বশেষ চার বছর আগে সাগর জাহানের ‘আমার কথা একবারও ভাবলে না’ নাটকে অভিনয় করেছিলেন। চার বছর পর মোশাররফ করিম ও কেয়া পায়েল একসঙ্গে ‘মি. অভাগা’ শিরোনামের একটি নাটকে অভিনয় করলেন। নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন ও পরিচালনা করেছেন রাকেশ বসু। রাজধানীর গাজীপুরের উলুখোলা এলাকায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এর আগেও রাকেশ বসুর পরিচালনায় মোশাররফ করিম অভিনয় করেছিলেন। তার নির্দেশনায় মোশাররফ করিম অভিনীত যে নাটকটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছিল সেটি হলো ‘অভিনেতা’। নাটকটিতে তার সাথে আরো অভিনয় করেছিলেন ইন্তেখাব দিনার ও তানিয়া বৃষ্টি। মি. অভাগা নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন,‘ অভিনয়ের প্রতি কেয়া পায়েলের আন্তরিকতা আছে। অভিনয়টাই সে করতে চায়। বিগত দিনের নাটকের কাজের আলোকে আমার এই কথা বলা। সে এরই মধ্যে একজন অভিনেত্রী হিসেবে সফল।
আমি উত্তরোত্তর তার আরো সাফল্য কামনা করি। আর রাকেশ বসুর সাথে বেশ কিছু কাজ হয়েছে আমার। খুব ভালো কাজ করে। খুব সময় মেপে সুন্দরভাবে কাজ করতে পারে রাকেশ। একজন ভালো পরিচালকই আমি বলব। তো তার কাছ থেকে আগামীতে আমি বিশেষ কিছু কাজ চাই। তার সঙ্গে অভিনেতা নামক একটি দারুণ স্ক্রিপ্টের নাটকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।’ কেয়া পায়েল বলেন, ‘যখন কোনো নাটকে শ্রদ্ধেয় মোশাররফ ভাই থাকেন তখন আমার ভেতর অনেক বেশি ভালো লাগা কাজ করে। কারণ আমি জানি পরিচালকের পাশাপাশি তিনি নিজেও দায়িত্ব নিয়ে নেন কাজটি ভালো করার। মোশাররফ ভাইয়ার কাজের মধ্যে একটা ম্যাজিক আছে। স্ক্রিপ্ট যেমনই হোক না কেন, দৃশ্য যেমনই হোক না কেন- শেষে গিয়ে কী যেন একটা হয়ে যায় যা দর্শকের কাছে ভীষণ ভালোলাগার হয়ে ওঠে। আর এটাও সত্যি একজন সিনিয়র অভিনেতার সঙ্গে কাজ করলে শেখার অনেক কিছুই থাকে। মোশাররফ ভাইয়ের সাথে আগেও কাজ করেছি, আবারো করেছি। তিনি ভীষণ শুটিং ফ্রেন্ডলি একজন ভীষণ গুণী অভিনেতা। রাকেশ দা’র সাথে এর আগেও কাজ করেছি। তিনি ভীষণ যত্ন নিয়ে কাজ করেন।’ রাকেশ বসু জানান, নাটকটি শিগগিরই আরটিভিতে প্রচার হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা