কায়রো উৎসবে ‘প্রিয় মালতী’, সঙ্গে আছেন মেহজাবীন
- বিনোদন ডেস্ক
- ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
মিসরের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরে বাংলাদেশের সিনেমা প্রিয় মালতী এর বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। কায়রো অপেরা হাউজে গত ১৫ নভেম্বর ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে হাজির ছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, পরিচালক শঙ্খ দাসগুপ্ত এবং প্রযোজক আদনান আল রাজীব ও মো. হাবিবুর রহমান তারেক। তাদের সঙ্গেই ছিলেন ছবির অন্যান্য কলাকুশলীরা।
প্রিয় মালতী উৎসবের ওয়ার্ল্ড সিনেমা শাখায় প্রতিযোগিতা করছে এবং এই ছবির প্রদর্শনীতে উপস্থিত ছিলেন উৎসবে আসা দর্শকরা, সাংবাদিক ও বিচারকরা। প্রতিটি প্রদর্শনী শেষে আলোচনায় অংশ নিয়ে দর্শকদের সাথে নিজেদের অনুভূতি শেয়ার করেন ছবির কলাকুশলীরা।
মেহজাবীন চৌধুরী, যিনি ছবিতে মালতী চরিত্রে অভিনয় করেছেন, জানিয়েছেন কায়রো উৎসবে অংশগ্রহণ তার জন্য এক বড় অর্জন। তিনি বলেন, ‘গল্পে একটি বিশেষ প্লট রয়েছে, যা আমাকে সিনেমাটি করার জন্য অনুপ্রাণিত করেছে। ইউনিট ছিল অসাধারণ এবং আমি আশা করি, এই সিনেমা দর্শকদের ভাবাবে।’
প্রিয় মালতী সিনেমার পরিচালক শঙ্খ দাসগুপ্ত এটি দিয়ে চলচ্চিত্র পরিচালনায় আত্মপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ছবিটি যাপিত জীবনের গল্প তুলে ধরে, যার মাধ্যমে দর্শকরা সহজেই সম্পৃক্ত হতে পারবেন। সিনেমার মধ্যে কিছু রাজনৈতিক দৃষ্টিকোণও উপস্থাপন করা হয়েছে, যা তার দর্শনকে প্রতিফলিত করে।
ছবিটির ইংরেজি নাম ‘হুইসপার্স অফ আ থার্সটি রিভার’, এবং এটি শঙ্খ দাসগুপ্তের লেখা ও পরিচালনা। ছবির চিত্রনাট্য লিখেছেন আবু সাইদ রানা। এর আগে ২০২৩ সালে ছবির কাজ শুরু হয়েছিল।
মেহজাবীন ছাড়াও প্রিয় মালতীতে অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু এবং আরো অনেকে। ছবিটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান হচ্ছে ফ্রেম পার সেকেন্ড।
মেহজাবীন চৌধুরী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়ে আগেও দ্যাখেছেন টরন্টো এবং বুসান চলচ্চিত্র উৎসবে তার প্রথম চলচ্চিত্র সাবা-র প্রদর্শনী। এবার সাবা যোগ দিয়েছে ইন্দোনেশিয়ার অল্টারনেটিভা ফিল্ম অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেস্টিভ্যাল এবং সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে।
কায়রো উৎসবে প্রিয় মালতীর প্রদর্শনী চলবে ২২ নভেম্বর পর্যন্ত এবং এই সময়কালে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের আয়োজন থাকবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা